মুশফিকের ‘মিলিয়ন ডলার ম্যান’ লিটন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 09:09 PM BdST Updated: 02 Dec 2020 09:09 PM BdST
লিটন দাসের স্ট্রোকের ছটা আর ব্যাটিংয়ের নান্দনিকতায় মুগ্ধ মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই ওপেনারের ৭৮ রানের ইনিংসটি দেখে মুশফিক তাকে বলছেন ‘মিলিয়ন ডলার ম্যান।’ জাতীয় দলেও স্টাইলিশ এই ব্যাটসম্যানকে একই চেহারায় দেখার আশা করছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে এবার গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে শুরু থেকেই বেশ ভালো ফর্মে আছেন লিটন। প্রথম তিন ম্যাচে ৩৪, অপরাজিত ৫৩ ও ৩৫ রানের ইনিংসের পর বুধবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে খেলেন ৫৩ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস। টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা।
লিটনের ব্যাটিং এমনিতেই চোখ জুড়ানো। নান্দনিকতার ছোঁয়া থাকে সবসময়। এ দিন ৭৮ রানের ইনিংসটায় নিজের মানেও ছিলেন সেরা চেহারায়। ব্যাট হাতে ২২ গজে ছবি আঁকছিলেন যেন।
এই ইনিংস দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক জানান উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
“ওহ, আমার ভাই…কী দারুণ ইনিংস…মিলিয়ন ডলার ম্যান! তোমাকে দেখাটা অসাধারণ…এমন সামর্থ্য ও ক্লাসের কোনো ব্যাটসম্যান আর কখনও দেখিনি। আমি আশা করি ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এই ফর্ম নিকট ভবিষ্যতে দেশের হয়েও বজায় থাকে।”
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং