আবার বিধি ভাঙলে পাকিস্তান দলকে দেশে পাঠিয়ে দেবে নিউ জিল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 12:14 PM BdST Updated: 27 Nov 2020 12:14 PM BdST
নিউ জিল্যান্ডে কোভিড বিধি ভাঙার পর চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। আরেকবার পুনরাবৃত্তি হলে আর কোনো সুযোগ না দিয়ে তাদেরকেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে নিউ জিল্যান্ড সরকার।
নিউ জিল্যান্ড সফরে যাওয়ার পর কোভিড পরীক্ষায় ৬ জন পজিটিভ হওয়ার খবর দিয়ে প্রথম আলোচনায় আসে পাকিস্তান দল। এরপর জানা যায়, দলের কয়েকজন কোয়ারেন্টিনের শর্ত ভাঙায় সতর্ক করে দেওয়া হয়েছে দলকে।
শুরুতে বিস্তারিত প্রকাশ করা না হলেও পাকিস্তানি ক্রিকেটারদেরদের বিধি ভাঙার সবকিছু পরে খোলামেলাই জানিয়েছেন নিউ জিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড। নিউ জিল্যান্ডে করোনাভাইরাসের প্রকোপ এত কম হওয়া ও সামাজিকভাবে না ছড়িয়ে পড়ার পেছনে মূল কৃতিত্ব দেওয়া হয় ব্লুমফিল্ডের নেওয়া নানা পদক্ষেপকে। নিউ জিল্যান্ডে দারুণ পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যক্তিত্ব আরএনজেড রেডিওতে খোলাসা করলেন পাকিস্তানিদের কাণ্ড।
“ কোয়ারেন্টিনে প্রথম তিন দিন নিজেদের কক্ষেই থাকার কথা। কিন্তু তাদের কয়েকজন কক্ষের বাইরে বারান্দায় মেলামেশা করছিলেন, কথা বলছিলেন, খাবার ভাগাভাগি করছিলেন এবং মাস্ক পরা ছিল না।”
“ জানি না তারা কতবার এসব করেছেন। তবে নজড়ে পড়ার জন্য তো একবারই যথেষ্ট। শর্তগুলোয় স্বাক্ষর করেই এই ক্রিকেটাররা সফরে এসেছেন, সবকিছু তাই তাদের পরিস্কার জানার কথা।”
সিসিটিভিতে এসব ধরা পড়ার পর পাকিস্তান দলকে কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়। বিব্রতকর এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান হোয়াটসঅ্যাপে কড়া অডিও বার্তা পাঠান ক্রিকেটারদের জন্য।
“ নিউ জিল্যান্ড সরকারের সঙ্গে কথা হয়েছে আমার এবং তারা জানিয়েছেন, তিন বা চারটি বিধি ভাঙা হয়েছে। এ ব্যাপারটিতে তারা কোনো ছাড় দেয় না এবং তারা আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।”
“ আমরা জানি, সময়টা কঠিন, কোয়ারেন্টিনে থাকা সহজ কিছু নয়। কিন্তু এটা দেশের সম্মান ও বিশ্বাসযোগ্যতার ব্যপার। কোয়ারেন্টিন শেষে রেস্টুরেন্টে বা অন্যদের কক্ষে যেতে কোনো বাধা নেই। তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরেকবার নিয়ম ভাঙলে, তারা আমাদের দেশে পাঠিয়ে দেবে।”
ঘরবন্দি তিন দিন শেষে কোয়ারেন্টিনের মধ্যেই শুক্রবার থেকে অনুশীলন শুরু করার কথা ছিল দলের। কিন্তু বিধি ভাঙার ঘটনার পর বৃহস্পতিবার থেকে তাদের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা শুরু করা হয়েছে আবার নতুনভাবে। তিন দিন শেষে আরেকদফা পরীক্ষা করিয়ে নেগেটিভ হলেই কেবল অনুমতি মিলবে অনুশীলনের। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের পর কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার সাপেক্ষে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সব মিলিয়ে কোভিড পরীক্ষা হবে চার দফায়।
শুক্রবার থেকে অনুশীলন করতে না দেওয়াকে অবশ্য শাস্তি বলতে চান না অ্যাশলি ব্লুমফিল্ড, বরং বলছেন ‘সতর্কতা।’ আক্রান্ত ৬ জনের নামও জানানো হয়েছে। তারা কেউই ম্যানেজমেন্টের সদস্য নন, সবাই ক্রিকেটার- সরফরাজ আহমেদ, রোহাইল নাজির, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস, আবিদ আলি ও দানিশ আজিজ।
দেশ ছাড়ার আগে চার দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন তারা সবাই। ওই পরীক্ষাগুলোকে ভুল বলছেন না ব্লুমফিল্ড। তার মতে মতে, ক্রিকেটাররা ভ্রমণ পথেও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তান দলের। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু ১৮ ডিসেম্বর।
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা