দারুণ সব ব্যাটসম্যান বছরেরপর বছর ধরেই পেয়ে আসছে ভারত। বরাবরই তাই তাদের ব্যাটিং লাইন-আপ দারুণ শক্তিশালী। বিভিন্নসময়ের দলগুলির মধ্যে তুলনাও চলে নিত্য।
ইউসুফের কাছে জানতে চাওয়া হয়েছিলভারতের এখনকার প্রজন্ম আর ঠিক আগের প্রজন্মের ব্যাটিং লাইন-আপ নিয়ে। টেন্ডুলকারদেরসময় ইউসুফ খেলেছেন, কোহলিদের দেখছেন মাঠের বাইরে থেকে। নিজের মতামত তিনি ব্যাখ্যা করলেনকারণনহ।
পুজারা, কোহলি, রাহানে।
টেন্ডুলকারদের সময়ে যখন খেলেছেনইউসুফ, তিনি নিজেও ছিলেন বিশ্ব ক্রিকেটের সেরাদের একজন। ওই সময়ের সেরার লড়াইয়ে অবশ্যটেন্ডুলকারের সঙ্গে ব্রায়ান লারা, রিকি পন্টিংদের নাম আসত বেশি। ইউসুফের চোখে সবারওপরে টেন্ডুলকার।
“ আমি যখন খেলেছি, অনেক গ্রেটব্যাটসম্যান ছিল, যেমন টেন্ডুলকার, পন্টিং, লারা, হেইডেন। তবে আমার সবসময়ই মনে হয়েছে,টেন্ডুলকার সব দিক থেকেই সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান।”
মোহাম্মদ ইউসুফ।
২০০৬ সালে তিনি ৯ সেঞ্চুরিতেকরেছিলেন ১ হাজার ৭৮৮ রান, টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের সেইবিশ্বরেকর্ড টিকে আছে এখনও। টেস্ট-ওয়ানডে, দুটিতেই আইসিসি র্যাঙ্কিংয়ে এক সময় ছিলেনতিনি এক নম্বর।