করোনাভাইরাস পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে ওয়ার্নারের ভাবনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2020 05:34 PM BdST Updated: 28 Jul 2020 05:34 PM BdST
করোনাভাইরাস বদলে দিয়েছে অনেক বাস্তবতা। দীর্ঘ বিরতি শেষে ক্রিকেট মাঠে ফিরেছে বটে, তবে পরিবার থেকে আলাদা হয়ে ক্রিকেটারদের থাকতে হচ্ছে ‘বায়ো সিকিউর’ পরিবেশে। সামনের সিরিজ কিংবা টুর্নামেন্টগুলির চিত্রও হয়তো এরকমই হবে। বিষয়টি মানতে পারছেন না ডেভিড ওয়ার্নার। পরিবার থেকে এতো সময় দূরে থাকার চেয়ে বরং অবসরের কথা ভাবতে পারেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের টেস্ট সিরিজ চলছে ‘জীবাণুমুক্ত’ পরিবেশে। আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আয়োজনের চেষ্টা করছে ইংল্যান্ডের বোর্ড। একই মাসে শুরু হতে পারে আইপিএল। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে ভারত। আন্তর্জাতিক সিরিজে দলগুলিকে নির্দিষ্ট সময় থাকতে হবে কোয়ারেন্টিনে। পরিবার থেকে তাই দীর্ঘদিন দূরে থাকতে হবে তাদের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে ওয়ার্নার জানালেন, স্ত্রী ও তিন মেয়ের কথা ভেবে প্রয়োজনে আন্তর্জাতিক ক্যারিয়ার পুনর্বিবেচনা করবেন তিনি। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে দু-একটি সংস্করণ থেকে অবসর নেবেন কি-না, সেটাও ভাবছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।
“অবশ্যই আমার তিন মেয়ে ও স্ত্রীর কথা ভাবতে হবে। তাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। আমার খেলোয়াড়ি জীবনের অনেক বড় অংশ তারা। সবসময় নিজের পরিবারের কথা আগে ভাবতে হবে…এমন অনাকাঙ্ক্ষিত সময়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।’
“এই মুহূর্তে আমি পরিবারের কথাই ভাবব। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়ায় হচ্ছে না। এখানে থাকলে খেলা এবং জেতা সহজ হতো। এখন সেটি পিছিয়ে গেছে। ভারতে যখন এটি হবে, তখন আমাকে নতুন করে ভাবতে হবে।”
পারিপার্শ্বিক সবকিছু ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান এই ওপেনার।
“আমাকে দেখতে হবে আমি নিজে কোন অবস্থায় আছি এবং আমার মেয়েদের স্কুলের কী অবস্থা। আমার সিদ্ধান্তের বড় একটা অংশ ওরা। বিষয়টা এমন না যে কবে খেলা এবং কতদিন ধরে খেলা। আমার জন্য অনেক বড় পারিবারিক সিদ্ধান্ত এটি।”
“অনেক সময়ই দেখা যায়, সফরে গেলে পরিবারের কথা অনেক মনে পড়ে। আর এখন বায়ো-সিকিউর বিষয় রয়েছে, আমরা নিজেদের পরিবার নিয়ে সব জায়গায় যেতে পারব না। এটি হয়তো অদূর ভবিষ্যতে হতে পারে।”
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা