শঙ্কামুক্ত লিটন-নাঈম

কোনো শঙ্কা নেই লিটন দাস ও নাঈম হাসানকে নিয়ে। পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ক্রীড়া প্রতিবেদককলকাতা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2019, 03:20 PM
Updated : 22 Nov 2019, 07:36 PM

দুই জনেরই হেলমেটে লেগেছিল মোহাম্মদ শামির বল। প্রথম আঘাত হানে লিটনের হেলমেটে। তারপরও খেলা চালিয়ে যান এই কিপার-ব্যাটসম্যান। আরও ৭ বল খেলার পর মাঠ ছাড়েন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শামির বল হেলমেটে লাগার পর খেলা চালিয়ে যান নাঈমও। আউট হওয়ার পর তিনিও যান হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় দুই জনকেই।  

উডল্যান্ডস হাসপাতালে রেডিওলজিস্ট ডা. সৌমিত্র ভট্টাচার্য ও নিউরোলজিস্ট ড. দীপ দাস দেখেন লিটনকে। তারা জানান, এই মুহূর্তে ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের অবস্থা স্থিতিশীল। তার কিছুটা মাথা ব্যথা আছে। সিটি স্ক্যানে খুলিতে কিংবা অভ্যন্তরীণ কোনো চোটের প্রমাণ পাওয়া যায়নি।  

নাঈমের এমআরআই করানো হয়েছে। এতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। হাসপাতালের প্রধান নির্বাহী রূপালি বসু জানান, শঙ্কা নেই দুই ক্রিকেটারকে নিয়ে।

“পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে দুই ক্রিকেটারকে। সিটি স্ক্যান ও অন্য পরীক্ষায় কোনো চোট পাওয়া যায়নি। এই মুহূর্তে তারা স্থিতিশীল।”