বাংলাদেশের দুই ‘কনকাশন সাব’
কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2019 06:31 PM BdST Updated: 23 Nov 2019 01:42 AM BdST
-
ছবি: বিসিসিআই
প্রায় বিনা প্রস্তুতিতে গোলাপি বলে ম্যাচ খেলতে নামার যেন মাশুল দিচ্ছে বাংলাদেশ। দিশাহীন ব্যাটিংয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে একশ পেরিয়েই। দুই ক্রিকেটার ছিটকে গেছেন ম্যাচের মাঝ পথেই। লিটন দাসের পর নাঈম হাসানেরও ‘কনকাসন সাব’ নিতে হয়েছে তাদের।
Related Stories
লিটনের মতো নাঈমের হেলমেটেও ছোবল দেয় মোহাম্মদ শামির বল। সেই ওভারে দুটি বাউন্ডারি হাঁকান নাঈম। দলকে তিন অঙ্কে নিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে করেন ১৯ রান।
ফিল্ডিংয়ে নামেননি এই তরুণ অফ স্পিনার। বিসিবি জানায়, নাঈমের জায়গায় কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। নাঈম যেহেতু বোলার তাই বল করতে পারবেন তাইজুল।
এর আগে লিটনের জায়গায় কনকাশন বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে নেয় বাংলাদেশ। লিটন কিপার-ব্যাটসম্যান হওয়ায় ম্যাচে বোলিং করতে পারবেন না মিরাজ। লিটনের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মোহাম্মদ মিঠুন।
স্কোয়াডে ফিট খেলোয়াড় আছেন কেবল একজন, পেসার মুস্তাফিজুর রহমান। চোটের জন্য ছিটকে গেলেও দলের সঙ্গে রয়ে গেছেন ওপেনার সাইফ হাসান।
লিটন ও নাঈম আছেন হাসপাতালে। লিটনের স্ক্যান করানো হয়েছে, অপেক্ষায় আছেন নাঈম।
দেশে গোলাপি বলে কোনো ম্যাচ না খেলে কলকাতায় দিবা-রাত্রি টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচের আগে তারা পায়নি কোনো প্রস্তুতি ম্যাচও।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন