গোলাপি উৎসবে ধূসর বাংলাদেশ

দেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করতে ভারতের কত না আয়োজন। ইডেন গার্ডেন্স ঘিরে যেন চলছে উৎসব। ইতিহাসের নতুন এ অধ্যায়ে নিজেদের মেলে ধরল বিরাট কোহলি ও তার সতীর্থরা। অন্যদিকে, ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেল বাংলাদেশ। ভারতের দ্যূতির বিপরীতে যেন আঁধারে ডুবে থাকল মুমিনুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদককলকাতা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2019, 03:39 PM
Updated : 22 Nov 2019, 07:40 PM

৩ উইকেটে ১৭৪ রান নিয়ে কলকাতা টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। স্বাগতিকরা এগিয়ে আছে ৬৮ রানে। কোহলি ৫৯ ও অজিঙ্কা রাহানে ২৩ রানে ব্যাট করছেন।

এর আগে টস জিতে শুক্রবার ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টেস্টে এর চেয়ে কম ওভারে কোনো দলকে প্রথম ইনিংসে গুটিয়ে দিতে পারেনি ভারত। এই সংস্করণে চতুর্থবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেন ভারতের পেসাররা।

ছবি: বিসিসিআই

এক যুগ পর দেশের মাটিতে পাঁচ উইকেট নিয়ে দিনের সেরা বোলার ইশান্ত শর্মা। উমেশ নিয়েছেন তিন উইকেট, শামি দুটি।

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। পাঁচ বছর পর টেস্ট খেলতে নেমে আল আমিন হোসেন ফিরিয়ে দেন মায়াঙ্ক আগারওয়ালকে । আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ানের ক্যাচ গালিতে মুঠোয় নেন মেহেদী হাসান মিরাজ।

আরেক ওপেনার রোহিত শর্মার উইকেট পেতে পারতেন আবু জায়েদ চৌধুরি। সীমানায় সহজ ক্যাচ ছেড়ে রোহিতকে ১২ রানে জীবন দেন আল আমিন। তবে এর জন্য ইন্দোর টেস্টের মতো দিতে হয়নি চড়া মাশুল। বোলিংয়ে এসেই রোহিতকে এলবিডব্লিউ করে দেন ইবাদত হোসেন।

অনেক বাইরে থেকে ঢোকা বলে কোনো শট খেলেননি রোহিত। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন এই ব্যাটসম্যান। তাতে পাল্টায়নি সিদ্ধান্ত।

ক্রিজে গিয়েই বেশ কয়েকটি বাউন্ডারি তুলে নেন কোহলি। চেতেশ্বর পুজারার সঙ্গে জমে যায় তার জুটি। বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়ে দলকে লিড এনে দেন তারা। দ্বিতীয় স্পেলে ফিরে ৯৪ রানের জুটি ভাঙেন ইবাদত। আচমকা লাফিয়ে ওঠা বলে স্লিপে সাদমানের হাতে ধরা পড়েন পুজারা।

টানা দুই টেস্টে পঞ্চাশ ছুঁয়ে আউট হলেন পুজারা। ১০৫ বলে খেলা তার ৫৫ রানের ইনিংস গড়া আট চারে। সেই ওভারেই বাউন্ডারিতে টেস্টে ২৩তম ফিফটি স্পর্শ করেন কোহলি। এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ৮৬ ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর কৃতিত্ব দেখান তিনি।

ছবি: বিসিসিআই

বাকি সময়টা রাহানেকে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন কোহলি। ব্যাটে-বলে নিজেদের মেলে ধরে প্রথম দিন শেষে চালকের আসনে বসে গেছে ভারত।

৬১ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত। আল আমিন ১ উইকেট নিয়েছেন ৪৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস : ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।

ভারত ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৪/৩ (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ৫৯*, রাহানে ২৩*; আল আমিন ১৪-৩-৪৯-১, আবু জায়েদ ১২-৩-৪০-০, ইবাদত ১২-১-৬১-২, তাইজুল ৮-০-২৩-০)