সোহরাওয়ার্দী-মাহমুদুলদের স্পিনে ধুঁকছে রাজশাহী
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019 04:58 PM BdST Updated: 28 Oct 2019 05:05 PM BdST
সকালে লিড বড় করতে পারলেন না নাসির হোসেন, ধীমান ঘোষরা। তবে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে রংপুর।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৯ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী। প্রথম ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে যাওয়া রংপুরের চেয়ে ৫৬ রানে এগিয়ে আছে তারা। মুক্তার আলি ১৯ ও সানজামুল ইসলাম ২ রানে অপরাজিত আছেন।
জাতীয় লিগের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডে সোমবার ৬ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শুরু করা রংপুর বেশি দূর এগোতে পারেনি। দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করেই মুক্তার আলির বলে লেগ বিফোর হয়ে যান ধীমান ঘোষ। বদলি নেমে আগের দিনে ফিফটি তুলে নেওয়া নাসিরও পারেননি ইনিংস লম্বা করতে। আগের দিনের ৫৫ রানের সঙ্গে যোগ করেন মাত্র ৭ রান। শেষ তিন ব্যাটসম্যানের কেউই পারেননি দুই অঙ্কে পৌঁছাতে। ৮৬ রানে ৩ উইকেট পান সানজামুল।
৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহী শুরুতেই হারায় ওপেনার সাব্বির হোসেনকে। টিকতে পারেননি আরেক ওপেনার মিজানুর রহমানও। তৃতীয় উইকেট জুটিতে শম্বুক গতির ব্যাটিংয়ে ৪২.২ ওভারে ৬৭ রান যোগ করেন জুনায়েদ সিদ্দিকী ও শাকির হোসেন।
মুখোমুখি হওয়া ৫৭তম বলে সোহরাওয়ার্দী শুভকে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন শাকির। মাহমুদুল হাসানের বলে আউট হওয়ার আগে ১৩৪ বলে ২৯ রান করেন তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ১২৩ বলে ৩৪ রান করা অভিজ্ঞ জুনায়েদকেও ফেরান অফস্পিনার মাহমুদুল।
রাজশাহীর অধিনায়ক ফরহাদ হোসেন ও অভিষিক্ত মোহিমেনুল খানকে দুই অঙ্কে পৌঁছাতে দেননি লেগ স্পিনার তানবীর হায়দার। ৭৫ বলে ১৯ রান করে এক প্রান্ত আগলে আছেন মুক্তার। সমান ২টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী, মাহমুদুল ও তানবীর।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১
রংপুর ১ম ইনিংস: (২য় দিন শেষে ২৬৩/৬) ১১৮.৫ ওভারে ২৭৪ (মারুফ ৭৮, মাহমুদুল ২, সোহরাওয়ার্দী ১, নাঈম ৫৪, আরিফুল ৪৭, তানবীর ৫, নাসির ৬২, ধীমান ১৬, সাজেদুল ১, সঞ্জিত ০*, মুকিদুল ০; দেলোয়ার ১১-০-৪৫-১, তাইজুল ১৫-৯-১২-১, সানজামুল ৩৯.৫-১৩-৮৬-৩, সাব্বির ১-০-৫-০, মুক্তার ২০-৪-৩৫-০, ইফতেখার ২১-৩-৫৯-২, মোহিমেনুল ৩-০-৬-০, সাকলাইন ৮-১-২০-১)
রাজশাহী ২য় ইনিংস: ৭৬ ওভারে ১২৯/৬ (মিজানুর ১৭, সাব্বির ৬, শাকির ২৯, জুনায়েদ ৩৪, ফরহাদ ০, মোহিমেনুল ৬, মুক্তার ১৯*, সানজামুল ২*; মুকিদুল ৬-১-২১-০, সোহরাওয়ার্দী ১৪-৮-২৪-২, মাহমুদুল ২২-১১-২১-২, সঞ্জিত ১০-২-১৮-০, সাজেদুল ৫-০-৭-০, তানবীর ১৯-৭-২৩-২)
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’