ম্যারাথন বোলিংয়ে মিরাজের ৫ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2019 08:08 PM BdST Updated: 01 Oct 2019 08:08 PM BdST
তিন পেসার মিলে নিতে পেরেছেন কেবল ২ উইকেট। তাদের হতাশার দিনে ম্যারাথন বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ও শেষ দিন আলো ছড়িয়েছেন কামিন্দু মেন্ডিস। দেড়শ ছাড়ানো ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কাকে এনে দেন লিড।
তিন দিনের ম্যাচের ফল অবশ্য অনুমিতভাবে ড্র-ই হয়েছে। শেষ বেলায় ৯০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বিনা উইকেটে করে ১ রান।
এর আগে মাহিন্দা রাজাপাকাসে স্টেডিয়ামে ২ উইকেটে ২০৪ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা এগিয়ে যায় কামিন্দু ও আশান প্রিয়াঞ্জনের ব্যাটে। অধিনায়ককে এলবিডব্লিউ করে ৭৯ রানের জুটি ভাঙেন মিরাজ।
প্রিয়ামল পেরেরার সঙ্গে আরেকটি ভালো জুটিতে দলকে টানেন কামিন্দু। ৭৫ বলে ৯ চারে ৬১ রান করা প্রিয়ামলকে ফিরিয়ে ৯৪ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান রানা।
রমেশ মেন্ডিসের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে চারশ রানে নিয়ে যান কামিন্দু। রমেশকে ফিরিয়ে মিরাজ ৫৩ রানের জুটি ভাঙার পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা।
লম্বা সময় ধরে বাংলাদেশকে ভোগানো কামিন্দুকে বিদায় করেন অনিয়মিত বোলার মোহাম্মদ মিঠুন। ২৮২ বলে ৯ চারে ১৬৯ রান করেন লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান।
লেজটুকু দ্রুত মুড়ে দিয়ে ৪৫০ রানে শ্রীলঙ্কাকে থামান মিরাজ। ৪৬.১ ওভার বোলিং করে ১৫০ রানে এই অফ স্পিনার নেন ৫ উইকেট।
আগের দিন ৮ ওভার বোলিং করা পেসার আবু জায়েদ এদিন করেন স্রেফ ৪ ওভার। ৪৮ রান দিয়ে উইকেটশূন্য এই পেসার। দুই দিন মিলিয়ে ২১ ওভার বোলিং করে কেবল একটি উইকেট আরেক পেসার ইবাদত হোসেনের।
তরুণ পেসার রানা এ দিন পেয়েছেন একটি উইকেট। ২১ ওভারে দিয়েছেন ৮৮ রান। হাত ঘুরিয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত; আগের দিন বোলিং করেছেন সৌম্য সরকার। টুকটাক বোলিং তারা করেনই। চমক হয়ে এসেছে মূলত উইকেটকিপার মিঠুনের বোলিং। ১৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট!
আগামী শুক্রবার একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৩৬০
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২০৪/২) ১২১.১ ওভারে ৪৫০ (কামিন্দু মেন্ডিস ১৬৯, প্রিয়াঞ্জন ৩৭, বান্দারা ২, প্রিয়ামল ৬১, রমেশ মেন্ডিস ২১, শরতচন্দ্র ১২, পুস্পকুমারা ১৫, বিশ্ব ৪, আসিথা ০*; আবু জায়েদ ১২-০-৪৮-০, ইবাদত ২০-১-৮২-১, রানা ২১-১-৮৮-১, মিরাজ ৪৬.১-৯-১৫০-৫, মিঠুন ১৪-৩-৩৪-২, সৌম্য ৪-১-১৪-০, মুমিনুল ৩-০-১৬-০, শান্ত ১-০-১০-০)
ফল: ড্র
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’