দারুণ হ্যাটট্রিকে আলিসের পাশে মানিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2019 04:09 PM BdST Updated: 25 Feb 2019 06:45 PM BdST
বিপিএলের সবশেষ আসরে কীর্তিটা গড়েছিলেন আলিস আল ইসলাম। অভিষেকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দারুণ এক হ্যাটট্রিক করে তার পাশে বসলেন গতিময় পেসার মানিক খান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার বিকেএসপির বিপক্ষে পরপর তিন বলে উইকেট নেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের তরুণ পেসার মানিক।
ইনিংস ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড করে ফাহাদ আহমেদকে বিদায় করেন ২২ বছর বয়সী এই পেসার। পরের বলে বোল্ড করে থামান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান পারভেজ হোসেনকে।
তৃতীয় ওভারে ফিরে প্রথম বলে আঘাত হানেন ২২ বছর বয়সী ডানহাতি পেসার মানিক। এবার এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন রাতুল খানকে। টি-টোয়েন্টিতে নিজের প্রথম সাত বলের মধ্যে মানিক করে ফেলেন হ্যাটট্রিক।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করলেন তিনি। পেসার আল আমিন হোসেনের হ্যাটট্রিক আছে দুটি। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের অফ স্পিনার আলিস।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন