ফজলে মাহমুদের সেঞ্চুরিতে আড়াল নুরুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2018 08:54 PM BdST Updated: 26 Feb 2018 08:54 PM BdST
ঝড়ো সেঞ্চুরি করেছেন দুজনই। তবে ফজলে মাহমুদের সেঞ্চুরির পাশে অবদান ছিল অন্যদেরও। নুরুল হাসানের সেঞ্চুরির পাশে সঙ্গ দেওয়ার ছিল না তেমন কেউ। ম্যাচের ফলেও সেটির প্রতিফলন। ফজলে মাহমুদের প্রাইম দোলেশ্বর জিতেছে অনায়াসেই।
ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৫৬ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় সোমবার দোলেশ্বরের ২৯৩ রানের জবাবে শেখ জামাল গুটিয়ে গেছে ২৩৭ রানে।
১০১ বলে ১২০ রানের অপরাজিত ইনিংসে দোলেশ্বরকে তিনশর কাছে নিয়ে যান ফজলে মাহমুদ। শেখ জামালের হয়ে এবারের লিগে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান ৮৮ বলে করেছেন ১০০। কিন্তু তার দল যেতে পারেনি লক্ষ্যের কাছেও।

দ্বিতীয় উইকেটে দোলেশ্বর পায় আরও বড় জুটি। লিটনকে নিয়ে ফজলে মাহমুদ তোলেন ৮২ রান। চারটি ছক্কা ও তিন চারে ৬৯ করে ফেরেন লিটন।
ফজলে মাহমুদ পঞ্চাশ ছুঁয়েছিলেন ৫৯ বলে। সেখান থেকে ৯৬ বলেই সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি তার তৃতীয় সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ৫ চার ও ৬ ছক্কায় ১০১ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন ফজলে মাহমুদ। পাকিস্তানি জোহাইব খান করেন ৩৮ বলে ৩৮। শেষ ১০ ওভারে দোলেশ্বর তোলে ১০০ রান।
রান তাড়ায় শেখ জামাল পথ হারায় শুরুর পরপরই। ওপেনিংয়ে ২০ বলে ৩৬ করে ফেরেন হাসানুজ্জামান। রান পাননি টপ অর্ডারে অন্য কেউ। ৮২ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় তারা।
বিরুদ্ধ পরিস্থিতিতেও নিজের সহজাত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন নুরুল। ৪৪ বলে করেন ফিফটি। পরের পঞ্চাশ ৪২ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির পথে উঠে যান এবারের লিগে রান সংগ্রহের শীর্ষে। ৬ ম্যাচে তার রান এখন ৪১৪, গড় ৮২.৮০, স্ট্রাইক রেট ১১২.৮০।

৬ ম্যাচে দোলেশ্বরের এটি চতুর্থ জয়। শেখ জামালের জয়-হার সমান তিনটি করে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৯৩/৬ (ইমতিয়াজ ৩৩, লিটন ৬৯, ফজলে মাহমুদ ১২০*, মার্শাল ৩, জোহাইব ৩৮, আরাফাত ১৪, ফরহাদ রেজা ৪, ফরহাদ হোসেন ২*; আবু জায়েদ ১/৫৪, নাজমুল অপু ১/৫০, রবিউল ২/৩৬, সোহাগ ১/৬৪, ইলিয়াস সানি ০/১৮, সৈকত ১/৪৯, জিয়াউর ০/২০)।
শেখ জামাল: ৪৫ ওভারে ২৩৭ (সৈকত ১২, হাসানুজ্জামান ৩৬, জিয়াউর ১৭, রাঙ্গি ০, সোহাগ ১৫, নুরুল ১০০. তানবীর ৬, ইলিয়াস সানি ৩১, নাজমুল অপু ৮, রবিউল ৮*, আবু জায়েদ ০; ফরহাদ রেজা ৪/৫৬, আরাফাত সানি ২/৫১, জোহাইব ০/৩৫, সাব্বির ১/১৩, আরাফাত ১/৩৯, শরিফউল্লাহ ১/৪৩)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৫৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’