
কোহলির সেঞ্চুরির পর রিস্ট স্পিনারদের ছোবল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2018 01:05 AM BdST Updated: 08 Feb 2018 01:05 AM BdST
তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। তার ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পাওয়া ভারত জিতল অনায়াসে। আরও একবার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চেহেলের রিস্ট স্পিনে দিশা হারিয়ে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে ১২৪ রানে জিতে ছয় ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। তাদের দেওয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়ায় ১০ ওভার বাকি থাকতে ১৭৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কোহলি তুলে নেন ৩৪তম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে দ্বাদশ। ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তারই। সব মিলিয়ে নেতৃত্বে থেকে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল এবি ডি ভিলিয়ার্স (১৩) ও রিকি পন্টিংয়ের (২২)।

ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ বলে ১২টি চারে ৭৬ রান করে ধাওয়ানের বিদায়ে ভাঙে জুটি। এরপর প্রায় একার চেষ্টায় দলকে তিনশ রানে নিয়ে যান কোহলি। অজিঙ্কা রাহানে, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি ফিরেন দুই অঙ্কে গিয়ে। একটি সিঙ্গেল নিয়ে বিদায় নেন কেদার যাদব।
অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ভুবনেশ্বর কুমারের সাথে ৬৭ রানের জুটিতে দলকে ৩০৩ নিয়ে যান কোহলি। অধিনায়ক অপরাজিত থাকেন ১৬০ রানে। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ১৫৯ বলের ইনিংসে দুটি ছক্কার পাশে ১২টি চার।
বড় রান তাড়ায় শুরুতেই ফিরেন হাশিম আমলা। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাসপ্রিত বুমরাহ। এই পেসার পরে ফেরান ডেভিড মিলারকে। বাকি আটটি উইকেট ভাগ করে নেন দুই স্পিনার কুলদীপ ও চেহেল।
দক্ষিণ আফ্রিকার বলার মতো জুটি একটাই। দ্বিতীয় উইকেটে জেপি দুমিনির সঙ্গে এইডেন মারক্রামের ৭৮ রান। অধিনায়ককে বিদায় করেন চায়নাম্যান কুলদীপ। তিনি পরে তুলে নেন ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ায়ো ও লুঙ্গি নগিডির উইকেট।
সর্বোচ্চ ৫১ রান করা দুমিনিকে বিদায় করেন চেহেল। তার আগে পরে এই লেগ স্পিনার বিদায় করেন অভিষিক্ত হাইনরিখ ক্লাসেন, খায়া ঝন্ডো ও ইমরান তাহিরকে। দক্ষিণ আফ্রিকার শেষ ৬ উইকেটের পতন হয় মাত্র ৪৬ বলের মধ্যে।

রিস্ট স্পিনের ধাঁধাঁ বুঝেই উঠতে পারছে না দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ২১ উইকেট তারা হারিয়েছে রিস্ট স্পিনে। ১১ উইকেট নেন লেগ স্পিনার চেহেল। বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ ১০টি।
আগামী শনিবার জোহানেসবার্গে হবে চতুর্থ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩০৩/৬ (রোহিত ০, ধাওয়ান ৭৬, কোহলি ১৬০*, রাহানে ১১, পান্ডিয়া ১৪, ধোনি ১০, কেদার ১, ভুবনেশ্বর ১৬*; রাবাদা ১/৫৪, নগিডি ০/৪৭, মরিস ১/৪৫, ফেলুকওয়ায়ো ১/৪২, তাহির ১/৫২, দুমিনি ২/৬০)
দক্ষিণ আফ্রিকা: ৪০ ওভারে ১৭৯ (আমলা ১, মারক্রাম ৩২, দুমিনি ৫১, ক্লাসেন ৬, মিলার ২৫, ঝন্ডো ১৭, মরিস ১৪, ফেলুকওয়ায়ো ৩, রাবাদা ১২*, তাহির ৮, নগিডি ৬; ভুবনেশ্বর ০/৪১, বুমরাহ ২/৩২, পান্ডিয়া ০/৩৫, চেহেল ৪/৪৬, কুলদীপ ৪/২৩)
ফল: ভারত ১২৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’
- বিশ্বকাপ দিয়েই গেইলের বিদায়
- ফুটবল খেলাটা সহজ করে তোলে মেসি: দেম্বেলে
- তামিমের দুর্ভাবনা প্রথম ১০ ওভার
- লেবার পার্টিতে ভাঙন, ৭ এমপির দলত্যাগ
- ব্রিটিশ রাজ পরিবারে অশান্তি, আলাদা হচ্ছে দুই প্রিন্সের সংসার