প্রোটিয়া পেসারদের তোপে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2017 09:38 PM BdST Updated: 14 Jan 2017 09:43 PM BdST
কাগিসো রাবাদা-ভার্নন ফিল্যান্ডারের আগুন ঝরানো বোলিংয়ে শ্রীলঙ্কার পতনের শুরুটা হয়েছিল আগের দিন। উইকেট শিকারের সে উৎসবে শনিবার যোগ দিলেন ওয়েন পার্নেল ও নতুন মুখ ডুয়ানে অলিভিয়ের। তাতে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। তিন দিনেই ইনিংস ও ১১৮ রানে জিতে অতিথিদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৪২৬ রান।
১৫৫ রান করা জেপি দুমিনি হন ম্যাচ সেরা। আর এক শতক ও দুই অর্ধশতকে ৩০৮ রান করে সিরিজ সেরা হন ডিন এলগার।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শনিবার ৪ উইকেটে ৮০ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা লাঞ্চ পর্যন্তও যেতে পারেনি। শেষ ৬ উইকেটে আর ৫১ যোগ করে তারা।

আগের দিনের অপরাজিত অধিনায়ক ম্যাথিউসকে ফেরান রাবাদা আর চান্দিমালকে আউট করেন ফিল্যান্ডার। দুজনই উইকেটের পিছনে ক্যাচ দেন। দুটি করে উইকেট নিয়ে লেজ ছেঁটে দেন পার্নেল ও অলিভিয়ের।
২৯৫ রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় বাজে। দলের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলে কৌশল সিলভাকে শূন্য রানে ফেরান রাবাদা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে (৫০) কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেশনে পাঁচটি উইকেট হারিয়ে অতিথিদের স্কোর দাঁড়ায় ১২৪/৬।
শেষ দিকে সুরঙ্গা লাকমলের ২৬ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিং স্বাগতিকদের জয়োৎসব একটু বিলম্বিতই করেছে মাত্র। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়া পার্নেল এবার ৫১ রান খরচায় নেন ৪ উইকেট। অলিভিয়ের ৩৮ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৪.১ ওভারে ৪২৬
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১৩১ (করুনারত্নে ০, সিলভা ১৩, মেন্ডিস ৪১, ডি সিলভা ১০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ৫, থারাঙ্গা ২৪, হেরাথ ৮, লাকমাল ৪, কুমারা ১*, প্রদিপ ৪; ফিল্যান্ডার ৩/২৮, রাবাদা ৩/৪৪, অলিভিয়ের ২/১৯, পার্নেল ২/৩৮)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪২.৩ ওভারে ১৭৭ (করুনারত্নে ৫০, সিলভা ০, মেন্ডিস ২৪, ডি সিলভা ১২, ম্যাথিউস ১০, চান্দিমাল ১০, থারাঙ্গা ২৬, হেরাথ ১০, লাকমাল ৩১, কুমারা ০, প্রদিপ ০*; পার্নেল ৪/৫১, অলিভিয়ের ৩/৩৮, রাবাদা ২/৫০, ফিল্যান্ডার ১/৩৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১১৮ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জেপি দুমিনি (দক্ষিণ আফ্রিকা)
ম্যান অব দ্য সিরিজ: ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো