ঈদুল ফিতরের রাতে স্বামী ও শাশুড়ি খাদিজাকে নির্যাতন করে এবং এক পর্যায়ে বাড়িতে থাকা ডিজেল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।
Published : 10 May 2024, 07:56 PM
চাঁদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামিকে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল ডিগ্রি কলেজ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর র্যাব-৬ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটক মো. ইব্রাহিম প্রধানিয়া (৩৮) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বকচর গ্রামের মো. আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।
মামলার বরাতে মেজর সাকিব জানান, চার বছর আগে পারিবারিকভাবে ইব্রাহিম প্রধানিয়ার সঙ্গে খাদিজা আক্তারের (২৩) বিয়ে হয়েছিল। তাদের সংসারে দুটি ছেলে আছে।
গত এক বছর ধরে যৌতুক হিসেবে আসবাবপত্র নিয়ে আসার দাবিতে খাদিজাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন করছিলেন তার স্বামী ও শাশুড়ি। তবে খাদিজার দরিদ্র বাবার পক্ষে তাদের দাবি পূরণ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশী-বৈঠক হলেও খাদিজার ওপর নির্যাতন বন্ধ হয়নি।
এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের রাতে স্বামী ও শাশুড়ি খাদিজাকে নির্যাতন করে এবং এক পর্যায়ে বাড়িতে থাকা ডিজেল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় খাদিজার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভালেও কিন্তু ততক্ষণে তার প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে যায়। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল রাতে তিনি মারা যান।
পরে খাদিজার বাবা মো. খোকন মিয়া বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই খাদিজার শাশুড়ি গ্রেপ্তার হলেও ইব্রাহিম প্রধানিয়া পালিয়ে যান।
র্যাব-৬ কোম্পানি অধিনায়ক আরও জানান, চাঞ্চল্যকর এই মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা র্যাব-৬, যশোর ক্যাম্পের সহযোগিতা চান। তাই যশোর ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে আটক করা হয়েছে।
মেজর সাকিব বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য বেনাপোল ডিগ্রি কলেজ এলাকায় বসবাস করা আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন।”
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।