রোমাঞ্চের সম্ভাবনায় জল ঢেলে দিল বৃষ্টি
অনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2015 09:41 AM BdST Updated: 24 Jul 2015 02:16 PM BdST
টানা বৃষ্টিতে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন একটি বলও খেলা সম্ভব হয়নি। বেলা দেড়টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তৃতীয় দিন শেষে খেলা যে পর্যায়ে ছিল তাতে শেষটা হতে পারত রোমাঞ্চকর। কিন্তু টানা বৃষ্টিতে সেই সম্ভাবনা অনেকটাই মিলিয়ে গেছে।
প্রথমবারের মতো তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার কোনো টেস্ট গড়াচ্ছে পঞ্চম দিনে। এতে বৃষ্টির যত ভূমিকা, তার চেয়ে কম নয় স্বাগতিকদের পারফরম্যান্স। চতুর্থ দিন শেষে এখনও ১৭ রানে এগিয়ে রয়েছে তারা।
শুক্রবার এক মুহূর্তের জন্যও থামেনি বৃষ্টি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় বৃষ্টি থামার পর খেলা শুরুর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হত না। কিন্তু বিরামহীন বৃষ্টির জন্য হোটেল থেকে মাঠেই আসেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তবে দুপুরে মাঠে আসেন বাংলাদেশের কয়েক জন ক্রিকেটার।
বৃষ্টির কারণে আগেই খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় দিনের ২৫ ওভার ও তৃতীয় দিনের ২৪.৫ ওভার বাকি ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পঞ্চম দিন শনিবারও বৃষ্টি হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করা দক্ষিণ আফ্রিকার চট্টগ্রাম টেস্ট জেতার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেছে। অতিথিদের বিপক্ষে প্রথম আট টেস্টে হারা স্বাগতিকরা তাই বেরিয়ে আসবে হারের বৃত্ত থেকে।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রান তোলার পর বাংলাদেশ ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয়।
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম