২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী কোচ পরের ওয়ানডে বিশ্বকাপেও থাকছেন দলের দায়িত্বে।
Published : 30 Oct 2024, 12:42 PM
চুক্তির মেয়াদের বাকি আছে এখনও দেড় বছরের বেশি। এত আগেই মেয়াদ আরও দেড় বছর বাড়ার সুখবর পেলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০২৭ সালের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে থাকবেন সাবেক এই অলরাউন্ডার।
ম্যাকডোনাল্ডের কোচিংয়ে গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতে ওয়ানডে বিশ্বকাপেও শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।
২০২২ সালে জাস্টিন ল্যাঙ্গারের দায়িত্ব বিতর্কিতভাবে শেষ হওয়ার পর কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ম্যাকডোনাল্ডকে। চার বছরের চুক্তিতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের মাঝামাঝি। কিন্তু এখন মেয়াদ বাড়ানোয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের (২০২৫-২০২৭) পুরোটাতেও তার কোচিংয়ে খেলবে অস্ট্রেলিয়া। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানেও তিনি থাকবেন দলের দায়িত্বে।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আসরটি বসবে যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে ও ভারতে সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড সুযোগ পাবেন সেই খরা ঘোচানোর চেষ্টায় দলকে কোচিং করানোর।
সব মিলিয়ে সামনের সময়টায় প্রচুর খেলা আছে অস্ট্রেলিয়ার এবং গুরুত্বপূর্ণ সব সিরিজ ও টুর্নামেন্ট অপেক্ষায়। কোচিং স্টাফকে তাই পর্যাপ্ত সময় ও স্থিরতা দিয়ে রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ম্যাকডোনাল্ডের কোচিং স্টাফে এখন সহকারী কোচ হিসেবে আছেন আন্দ্রে বোরোভেক, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি। শিগগিরই পেস বোলিং কোচ হিসেবে যোগ দেবেন কেউ একজন। ম্যাকডোনাল্ডের ওপর চাপ কমাতে নানা সময়ে কম গুরুত্বপূর্ণ সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ডি ভেনুটো, বোরোভেক ও ভেটোরি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লড়াইয়ে আছে তারা ভালোভাবেই।