চ্যাম্পিয়ন্স ট্রফি
সুনিল গাভাস্কারকে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও দেখতে বলেছেন ইনজামাম-উল-হাক।
Published : 10 Mar 2025, 07:28 PM
পাকিস্তান দলের সামর্থ্য নিয়ে সুনিল গাভাস্কারের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ইনজামাম-উল-হাক। গাভাস্কারকে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি। সেই সঙ্গে পুরোনো একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়ে ভারতের ব্যাটিং গ্রেটকে খোঁচাও মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স বরাবরই হতাশার। ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় একবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি লড়াইয়ে অবশ্য দুই দলেরই জয় তিনটি করে, যেখানে ২০১৭ সালে ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তানের ক্রিকেট নিয়ে তখন কড়া সমালোচনা করেন গাভাস্কার।
“আমার মনে হয়, ভারতের ‘বি’ দল অবশ্যই (পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে)… ‘সি’ দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে বর্তমানে পাকিস্তান দলের যে ফর্ম, তাতে তাদের ভারতের ‘বি’ দলকে হারাতে খুব, খুবই কষ্ট হবে।”
গাভাস্কারের মতো একজন ক্রিকেটারের এমন মন্তব্য একদমই ভালো লাগেনি ইনজামামের। পাল্টা তির ছুড়তে গিয়ে একদা গাভাস্কারের দল ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও টানলেন তিনি।
“(পাকিস্তানের বিপক্ষে) ম্যাচটি ভারত জিতেছে। তারা ভালো খেলেছে, তবে গাভাস্কারের উচিত পরিসংখ্যানের দিকেও তাকানো। পাকিস্তানের বিপক্ষে না খেলার জন্য তিনি একবার শারজাহ থেকে পালিয়ে গিয়েছিলেন।”
“তিনি আমাদের চেয়ে বয়সে বড়; আমাদের সিনিয়র। আমরা তাকে সম্মান করি। তবে একটি দেশ নিয়ে এভাবে কথা বলা উচিত না। অবশ্যই, নিজের দলের প্রশংসা যত খুশি করার অধিকার আপনার আছে, কিন্তু অন্য দলকে নিয়ে এমন মন্তব্য কুরুচিপূর্ণ।”
ওয়ানডেতে সব মিলিয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে অনেক এগিয়ে পাকিস্তান। ১৩৬ ম্যাচের মধ্যে ৭৮টি জিতেছে তারা, ভারতের জয় ৫৮টিতে, ফল আসেনি পাঁচ ম্যাচে।
“ওনাকে পরিসংখ্যান দেখতে বলুন। তাহলে তিনি জানতে পারবেন, পাকিস্তানের অবস্থান কোথায়। তার এমন মন্তব্যে আমার খুবই খারাপ লেগেছে। তিনি গ্রেট ও সম্মানিত একজন ক্রিকেটার ছিলেন; কিন্তু এমন মন্তব্য করে নিজের লেগাসিকে তিনি অসস্মান করেছেন।”