নেতা বাবরের দ্রুততম হাজার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2021 11:29 PM BdST Updated: 29 Oct 2021 11:40 PM BdST
ব্যাট হাতে নিয়মিত আলো ছড়ানো বাবর আজমের অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।
গত এপ্রিলে দেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে দুই হাজার রান করে বিরাট কোহলিকে ছাড়িয়ে যান বাবর। নেতা হিসেবে দ্রুততম হাজার রান করেও টপকে গেলেন ভারত অধিনায়ককে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন বাবর। অধিনায়ক হিসেবে হাজার রান করলেন ২৬ ইনিংসে। কোহলি করেছিলেন ৩০ ইনিংসে। তালিকার তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসির লেগেছিল ৩১ ইনিংস।
রেকর্ডটি থেকে ৯ রান দূরে থেকে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন বাবর। রান তাড়ায় ইনিংসের পঞ্চম ওভারেই মাইলফলক স্পর্শ করেন তিনি।
দেশের হয়ে টি-টোয়েন্টিতে হাজার রান করা নবম অধিনায়ক বাবর। আফগানদের ১৪৮ রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ৫১ রান করেন তিনি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে তার রান হলো ১০৪২।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারকা এই ব্যাটসম্যানের রান এখন ২৩৩২। নামের পাশে ফিফটি ২২টি, সেঞ্চুরি একটি।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস