বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন অ্যাডাম জ্যাম্পা।
Published : 16 Oct 2023, 10:39 PM
বিশ্বকাপে যেন ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অ্যাডাম জ্যাম্পা। উইকেট তেমন পাচ্ছিলেন না, বোলিংয়ে রানও দিচ্ছিলেন বেশ। তবে দ্রুতই নিজেকে ফিরে পেলেন এই লেগ স্পিনার। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে এনে দিলেন আসরের প্রথম জয়। বিশ্বকাপে প্রথমবারের মতো জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
লক্ষ্ণৌতে সোমবার ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ২০৯ রান টুর্নামেন্টের সফলতম দলটি পেরিয়ে গেছে ৮৮ বল বাকি থাকতে।
এক সময়ে অনেক বড় সংগ্রহে চোখ রাখা লঙ্কানদের দুইশর আশেপাশে থামানোয় সবচেয়ে বড় অবদান জ্যাম্পার। ৮ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন তিনি। ৮৮ ম্যাচের ক্যারিয়ারে কেবল দ্বিতীয়বারের মতো জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
৩১ বছর বয়সী জ্যাম্পার এই দুটি পুরস্কারই এলো ভারতের মাটিতে। গত মার্চে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ৪৫ রানে ৪ উইকেট নিয়ে প্রথমবার তিনি হয়েছিলেন ম্যাচ সেরা।
চলতি আসরে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে স্পিন সহায়ক উইকেটেও ৮ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জ্যাম্পা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও করেন খরুচে বোলিং। ১ উইকেট পেতে ১০ ওভারে খরচ করেন ৭০ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে দলের মতো জ্যাম্পারও শুরুটা ভালো ছিল না। প্রথম স্পেলে ৩ ওভারে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। প্রথম ওভারে হজম করেন জোড়া বাউন্ডারি।
১২৫ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পাওয়া শ্রীলঙ্কাকে পরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন জ্যাম্পাই। দুই ওভার মিলিয়ে পরপর দুই বলে বিদায় করেন দারুণ ছন্দে থাকা কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামাকে। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি ১৯৯৬ আসরের চ্যাম্পিয়নরা।
লোয়ার অর্ডারে ছোবল দিয়ে চামিকা কারুনারাত্নে ও মাহিশা থিকশানাকে কম রানে থামিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো চার উইকেট নেন জ্যাম্পা।