জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়কের বিশ্বাস, দুর্ঘটনা থেকে সেরে উঠে আগের মতোই জ্বলে উঠবেন ভারতের এই বিধ্বংসী ব্যাটসম্যান।
Published : 31 Dec 2023, 11:09 AM
রিশাভ পান্তের মাঠে ফেরার দিনটির জন্য অধীর অপেক্ষায় আছে ভারতীয় ক্রিকেট। তবে ভারতের বাইরেও তো তার ভক্ত কম নয়! অপেক্ষায় আছেন তারাও। তাদেরই একজন নাসের হুসেইন। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়কের বিশ্বাস, দুর্ঘটনা থেকে পুরোপুরি সেরে উঠে আগের মতোই বিধ্বংসী চেহারায় ফিরবেন ভারতের এই প্রতিভাবান কিপার-ব্যাটসম্যান।
পান্তের সেই সড়ক দুর্ঘটনার এক বছর পূর্তি হলো শনিবার। গত বছরের ৩০ ডিসেম্বর নিজ শহর রুর্কি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তার গাড়ী। সড়ক বিভাজকে লেগে উল্টে গিয়ে আগুন ধরে যাওয়া গাড়ী থেকে তাকে কোনোরকমে উদ্ধার করেন এক বাস চালক ও তার সহকারী। হাসপাতালে নেওয়ার পর কয়েক দফায় অস্ত্রোপচার হয় তার। এরপর থেকে এখনও পর্যন্ত তার পুনর্বাসন ও মাঠে ফেরার লড়াই চলছে।
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ দিক অনেকটাই সুস্থ হয়ে উঠবেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন হয়তো আইপিএল দিয়ে। সব ঠিক থাকলে ভারতের জার্সিতে তাকে ফিরতে দেখা যেতে পারে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে।
সেদিকে তাকিয়ে আছেন নাসের হুসেইনও। আইসিসির ওয়েবসাইটে সাবেক ইংলিশ ব্যাটসম্যানকে উদ্ধৃত করে বলা হয়েছে, পান্তের ফেরার প্রক্রিয়া আগ্রহ নিয়ে অনুসরণ করছেন তিনি।
“খুবই ভয়ানক দুর্ঘটনা ছিল সেটি। গোটা বিশ্বের দম আটকে গিয়েছিল… এরপর আস্তে আস্তে সে উঠছে সে। আমার ফোনে সামাজিক মাধ্যমে দেখেছি যে, সে প্রথম কয়েকটি পদক্ষেপ নিচ্ছে (দুর্ঘটনার পর), এরপর জিম করার দৃশ্য, কিছুটা ক্রিকেট খেলার দৃশ্য, রিকির (পন্টিং) সঙ্গে ওকে দেখেছি…।”
“গত গ্রীষ্মের অ্যাশেজে রিকির সঙ্গে ভ্রমণ করেছি আমি। তখন দেখেছি, রিকি তাকে টেক্সট করছে যে উন্নতি কতটা হচ্ছে… সে বক্স অফিস ক্রিকেটার।”
পান্তের অনুপস্থিতিতে ওয়ানডেতে ভারতের হয়ে কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলছেন লোকেশ রাহুল। এই সংস্করণে ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন তিনি এবার। চলতি দক্ষিণ আফ্রিকা সফর থেকে টেস্টেও কিপার-ব্যাটসম্যান হিসেবে তার পথচলা শুরু হয়েছে। প্রথম সুযোগেই অসাধারণ এক সেঞ্চুরি তিনি করেছেন।
রাহুল প্রাপ্য কৃতিত্বটুকু দিচ্ছেন হুসেইন। তবে তার বিশ্বাস, ফেরার পর পান্তও জ্বলে উঠবেন আগের মতো।
“তাকে (পান্ত) ছাড়াও ভারত ভালো করেছে এবং কেএল (রাহুল) এসে সব সংস্করণেই দুর্দান্ত পারফর্ম করছে।”
“ওরা দুজনই দারুণ করে যাবে। এমন দুজনকে পাওয়াটা ভারতের জন্য সৌভাগ্যের। তবে এই চোটের আগে রিশাভ পান্ত ছিল বক্স অফিস এবং আশা করি, চোটের পর সে বক্স অফিস হয়েই থাকবে।”
ভারতের আরেক তরুণ প্রতিভা শুবমান গিল বছরের শেষটা ভালো করতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ন টেস্টে ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই। সবশেষ ৭ টেস্ট ইনিংসে তার ফিফটি নেই।
হুসেইনের ধারণা, বিশ্বকাপের সময় যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, সেটিই প্রভাব ফেলতে পারে গিলের ব্যাটিংয়ে। তবে সম্ভাবনাময় এই ব্যাটসম্যানকে নিয়েও কোনো সংশয় নেই তার।
“বছরের তিন-চতুর্থাংশ বা ১০ ভাগের ৯ ভাগই তার (গিল) ভালো কেটেছে। আরেকপ্রান্ত রোহিত শার্মাকে দেখে সে নিশ্চয়ই অনেক কিছু শিখেছে।”
“হয়তো একদম শেষ প্রান্তে এসে নিজেকে একটু হারিয়ে ফেলেছে সে। হতে পারে, সেই অসুস্থতা তার ওপর কিছুটা প্রভাব ফেলেছে। তবে সে দারুণ এক প্রতিভা। ভারতীয় ক্রিকেটে অনেক বছর ধরে সেই হবে পরবর্তী সেনসেশন। আশা করি ২০২৪ সাল তার ভালো কাটবে।”