আইপিএল
সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার বলেছেন, টানা ব্যর্থতায় প্রবল চাপে ছিলেন তিনি।
Published : 13 Apr 2025, 04:15 PM
পাঞ্জাব কিংসের বিপক্ষে সেঞ্চুরি ছোঁয়ার পর একটি নোট বের করলেন আভিশেক শার্মা, যেখানে লেখা ‘দিস ওয়ান ফর অরেঞ্জ আর্মি।’ হারের বৃত্তে বন্দি দলের জন্য কিছু করার ভাবনা থেকে ম্যাচের দিন এটি লিখেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার। আর এদিনই বিস্ফোরক এক ইনিংসে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। ম্যাচ শেষে বললেন, আগেই মনে হয়েছিল আজ কিছু একটা করতে পারবেন।
হায়দরাবাদে শনিবার ঘরের দর্শকদের সামনে ১৪১ রান করেন আভিশেক। ৫৫ বলের ইনিংসটি সাজান তিনি ১০ ছক্কা ও ১৪ চারে। তার খুনে ব্যাটিংয়ে পাঞ্জাবের ২৪৫ রান ৮ উইকেট হাতে রেখে ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় হায়দরাবাদ।
আইপিএলের দেড় যুগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। গত আসরে পাঞ্জাব কিংস সর্বোচ্চ ২৬২ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
আভিশেকের ইনিংসটি রান তাড়ায় আইপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। সব মিলিয়ে তৃতীয় সেরা; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৩ আসরে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। ২০০৮ সালে উদ্বোধনী আসরের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
এবারের আইপিএল জয় দিয়ে শুরু করেছিল হায়দরাবাদ। কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলে তারা; টানা চার ম্যাচ হেরে যায় দলটি। চমৎকার এক জয়ে ব্যর্থতার জাল ছিঁড়তে পেরেছে দলটি। আর সেই ম্যাচে নিজের ছাপ রাখতে পেরে খুশি আভিশেক তুলে ধরলেন, নোটটি লেখার পেছনের ভাবনা।
“আজকে এটা (নোট) এমনিই লিখেছিলাম। কারণ, আমি সাধারণত ঘুম থেকে উঠে কিছু না কিছু লিখি। এলোমেলো ভাবনা এলো যে, আজ যদি কিছু করতে পারি, সেটা হবে অরেঞ্জ আর্মির জন্য। সৌভাগ্যবশত, আজ মনে হয়েছে, দিনটা আমার।”
এবারের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে আভিশেকের রান ছিল মোট ৫১, সর্বোচ্চ ইনিংস ২৪। দলও ছিল ব্যর্থতার বলয়ে বন্দি। সব মিলিয়ে, ব্যক্তিগতভাবে চাপে থাকার কথা বলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
“যদি বলি কোনো চাপ ছিল না, তাহলে মিথ্যা বলা হবে। তিন বা চার ইনিংস ধরে ভালো না করলে চাপ থাকবেই, বিশেষ করে যখন দল হেরেই চলেছে। তবে, আমার কখনও মনে হয়নি যে, আমরা ম্যাচ হারছি। দলের কারো মধ্যেই নেতিবাচক মানসিকতা ছিল না, সবার মধ্যে কেবল ইতিবাচকতা ছিল। সানরাইজার্স হায়দরাবাদ দলের এমন বিস্ফোরণের অপেক্ষায় ছিল সবাই। টিকে থাকতে টানা চার ম্যাচ হারের ধারা আজকে ভাঙতেই হতো আমাদের।”
পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উপরে উঠে এসেছে হায়দরাবাদ। ৬ ম্যাচে ২ জয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দলটি।