চ্যাম্পিয়ন্স ট্রফি
পায়ের আঙুলের চোটে ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স।
Published : 24 Feb 2025, 10:50 PM
ব্রাইডন কার্সকে নিয়ে শঙ্কাই সত্যি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার জায়গায় লেগ স্পিনার রেহান আহমেদকে দলে যোগ করেছে ইংল্যান্ড।
২০ বছর বয়সী রেহানকে ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত করার অনুমতি সোমবার দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ভারত সফরের সময় বাঁ পায়ের আঙুলে সমস্যা দেখা দেয় কার্সের। তাতে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট মনে হয়নি তাকে। হেরে যাওয়া ম্যাচটিতে সবচেয়ে খরুচে ছিলেন কার্স।
ওই ম্যাচ খেলে আঙুলের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় সোমবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। এবার ছিটকেই গেলেন পুরো টুর্নামেন্ট থেকে।
কার্সের বদলি হিসেবে দলে আসা রেহান এখন পর্যন্ত ৬ ওয়ানডে খেলে ১০ উইকেট নিয়েছেন। ভারত সফরের দলেও ছিলেন তিনি। কিন্তু কোনো ম্যাচ খেলানো হয়নি তাকে। বৈশ্বিক আসরে প্রথমবার খেলার হাতছানি তার সামনে।
‘বাঁচা-মরার’ ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।