আইপিএলের চলতি আসর থেকে সরে দাঁড়িয়েছেন লক্ষ্ণৌয়ের ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার উইলি।
Published : 30 Mar 2024, 03:52 PM
ব্যক্তিগত কারণে আইপিএলের শুরুর দিক থেকে সরে দাঁড়ানো ডেভিড উইলি এবার নাম সরিয়ে নিয়েছেন পুরো টুর্নামেন্ট থেকেই। ইংলিশ পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে টেনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গত ডিসেম্বরের আইপিএল নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে উইলিকে দলে নেয় লক্ষ্ণৌ। এর আগের দুই মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন তিনি। চলতি আইপিএলের আগে আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স ও পিএসএলে মুলতান সুলতান্স দলের অংশ ছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
চলতি আসরের জন্য নিলামে নাম দিয়েছিলেন হেনরি। কিন্তু তাকে তখন দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। উইলি সরে দাঁড়ানোয় কিউই পেসারকে সোয়া এক কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ।
এর আগে একবারই আইপিএলে খেলেছেন হেনরি। ২০১৭ আসরে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুই ম্যাচ খেলে ১ উইকেট নিয়েছিলেন তিনি। পরে চেন্নাই সুপার কিংস দলেও ছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি কোনো ম্যাচ।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচ খেলা ৩২ বছর বয়সী হেনরি উইকেট নিয়েছেন ১৫১টি।
চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি লক্ষ্ণৌ। প্রথম ম্যাচে তারা হেরে যায় রাজস্থান রয়্যালসের কাছে।