লিভারপুল কোচের মতে, দীর্ঘ দিনের জানাশোনার জন্য তাদের পক্ষে কাজটা সহজ হয়েছে।
Published : 03 May 2024, 04:44 PM
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহর সঙ্গে তৈরি হওয়া মত পার্থক্য পুরোপুরি ঘুচে গেছে বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচ মনে করছেন, পরস্পরকে দীর্ঘ দিন ধরে চেনায় কাজটা তাদের জন্য সহজ হয়েছে।
গত শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ২-২ গোলে ড্র করে লিভারপুল। জয়ে ফেরার লক্ষ্যে আগামী রোববার রাতে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে দলটি। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে সালাহর সঙ্গে ঝামেলা মিটে যাওয়ার কথা বললেন ক্লপ।
“এটা পুরোপুরি (মিটে গেছে), কোনো সমস্যা নেই। যদি আমরা পরস্পরকে লম্বা সময় ধরে না চিনতাম, তাহলে আমি নিশ্চিত নই কীভাবে আমরা এটা সামাল দিতাম। তবে আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি এবং পরস্পরকে যথেষ্ট শ্রদ্ধা করি।”
“এটা নিয়ে আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। এখানে কোনো গল্প নেই। তবে সার্বিকভাবে সবচেয়ে ভালো পরিস্থিতি হলো, দলের সবাই সেরা জায়গায় থাকবে। আমরা ম্যাচ জিতি এবং প্রচুর গোল করি, এরপরও এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।”
ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ দিকে বদলি নামেন অভিজ্ঞ স্ট্রাইকার সালাহ। ঘটনার সূত্রপাতও সে সময়ই।
মাঠে আসার সময় কোচের সঙ্গে বাহাসে জড়ান তিনি। তাকে থামানোর চেষ্টা করেন দারউইন নুনেস। সতীর্থকেও এড়িয়ে যান সালাহ। পরে মিক্সড জোনে এসে মিশরের স্ট্রাইকার অল্প কথায় যা বলেন, সেটিই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল।
“আজ যদি আমি কথা বলি, তাহলে আগুন ধরে যাবে।”
সেদিন ওই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ক্লপ। ছোট্ট কথায় জানিয়েছিলেন, “বিষয়টি নিয়ে আমরা ড্রেসিং রুমে কথা বলেছি এবং আমার কাছে বিষয়টি শেষ হয়ে গেছে, এটাই মূল কথা।”
সমস্যা যে কারণেই হোক না কেন, ক্লপের কথায় এখন পরিষ্কার যে সেই ঝামেলা মিটে গেছে।
৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে রয়েছে লিভারপুল।