ভারতীয় ক্রিকেট
দিনেশ কার্তিকের মতে, এখন ভারত দলের শক্তি ও গভীরতা অনেক বেশি।
Published : 15 Mar 2025, 04:16 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বছর ঘোরার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি সাফল্য; ৯ মাসের মধ্যে দুটি বৈশ্বিক শিরোপা জয়ী ভারতের এই দলকে নিয়ে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখছেন দিনেশ কার্তিক। রোহিত শার্মার নেতৃত্বাধীন দলটির সম্ভাবনার কোনো সীমা নেই বলেই মনে হচ্ছে দেশটির সাবেক এই কিপার-ব্যাটসম্যানের।
গত ১৪ বছর ধরেই আইসিসির আসরগুলোয় অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছে ভারত। ২০১১ বিশ্বকাপ থেকে এই সময়ে চারটি আইসিসি ট্রফি জিতেছে তারা। সমান শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়াও। তবে মোট ম্যাচ জয়ের সংখ্যা, প্রাথমিক পর্বে দুর্দমনীয় পথচলা, টানা নকআউট পর্বে খেলা, সব পরিসংখ্যানেই সবাইকে ছাড়িয়ে গেছে ভারত।
সবশেষ তিনটি আইসিসি আসরে ভারতের হার কেবল একটি ম্যাচে, ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা অপরাজিত থেকে জিতেছে রোহিতের দল।
গত বছর খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়া কার্তিক এখন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ। ফ্র্যাঞ্চাইজিটির একটি অনুষ্ঠানে শুক্রবার এখনকার ভারত দল নিয়ে নিজের মুগ্ধতা জানান তিনি।
“গত ৯ মাসে এই ভারত দল দুটি বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি)। তাই আমার মনে হয়, তাদের সামর্থ্যের কোনো সীমা নেই, কারণ তারা রোহিত শার্মার মতো একজন দক্ষ অধিনায়কের নেতৃত্বে খেলছে। সে তার সতীর্থদের কাছ থেকে সম্মান পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেটটা যেভাবে খেলা উচিত বলে সে মনে করে, সেভাবেই সে খেলে।”
“ভারতের এই দলের সৌন্দর্য হলো, স্কোয়াডের শক্তি ও গভীরতা অনেক, পাইপলাইনে থাকা খেলোয়াড়দের অগণিত সংখ্যার মতোই। এই মুহূর্তে খুব বেশি দেশ নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে দুই বা তিনটি দলকে মাঠে নামিয়ে পরস্পরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে।”