ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কারের মতে, ভারত দলের যে গভীরতা তাতে দলে সাফল্যের জন্য অপরিহার্য নন কেউই।
Published : 17 Mar 2025, 05:17 PM
ভারতীয় ক্রিকেটের গভীরতায় মুগ্ধ ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার। তার মতে, দল এখন সাফল্যের জন্য কয়েকজনের ওপর নির্ভরশীল নয়। এই দলে এখন কেউই অপরিহার্য নন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্সের পর মিড ডেতে লেখা এক কলামে এই মত জানালেন গাভাস্কার। টানা দুই বছরে আইসিসি ইভেন্টে দুই শিরোপা জিতল ভারত। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতল তিন শিরোপা।
চোটের জন্য এই টুর্নামেন্টে ছিলেন না বোলিং আক্রমণে ভারতের সবচেয়ে বড় ভরসা জাসপ্রিত বুমরাহ। তাকে ছাড়াই বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে (দুবার) হারিয়েছে রোহিত শার্মার দল।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারের ধাক্কা সামাল দিয়ে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে মুগ্ধ গাভাস্কার।
“চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় ছিল মিষ্টি জয়ের একটি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাস খানেক আগে টেস্ট সিরিজে হতাশাজনক হারের পর। যে দল প্রথম টেস্ট এভাবে জিতল তারাই পরের চার টেস্টের তিনটিতে হেরে গেল। এটায় দলের সামর্থ্যের যথাযথ প্রতিফলন নেই।”
“খুব কম সময়েই একটা দল কোনো একজনের উপর এতটা নির্ভর করে, বুমরাহর উপর যেটা ভারত করেছে অস্ট্রেলিয়ায়। তার অনুপস্থিতিতে ছোট লক্ষ্য দিয়ে ভারত ভারসাম্য অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। আর অস্ট্রেলিয়া শেষ টেস্টের সঙ্গে সিরিজও জিতে নেয়।”
অস্ট্রেলিয়া থেকে ফিরে কোনো সময় নষ্ট করেনি ভারত। প্রস্তুতির জন্য সময় ছিল কম। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যায় তারা।
বুমরাহর অনুপস্থিতিতে ভালো করেন হার্শিত রানা। পরে তার জায়গায় একাদশে এসে পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নেন ভারুন চক্রবর্তি। যে আসছে সে-ই ভালো করছে, এই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে গাভাস্কারের।
“ঘুরে দাঁড়িয়ে দেশে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজে ভারত যে দাপুটে জয় পেয়েছে সেটা ভারতীয় ক্রিকেটের প্রতিভার পরিমাণ সম্পর্কে বলছে। সেই সময় জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা- সেটাও বুমরাহকে ছাড়া। এটা দেখাচ্ছে যে এই খেলায় কেউই অপরিহার্য নয়।”
“অতীতেও এটা হয়েছে, রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে ছাড়াও ভারত জিতেছে। তবে এ নিয়ে ন্যূনতম সংশয় নেই যে তাদের উপস্থিতিতে দলকে আরও অজেয় রূপ দেয়।”