দ্বিতীয় যুব ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
Published : 29 Oct 2024, 06:46 PM
টপ অর্ডারে ছোবল দেওয়ার পর প্রতিপক্ষের লেজটাও মুড়িয়ে দিলেন সাদ ইসলাম রাজিন। মিডল অর্ডারে আঘাত হানলেন রাফিউজ্জামান রাফি। ছোট লক্ষ্য তাড়ায় ফিফটি করলেন রিফাত বেগ ও আজিজুল হাকিম। বড় জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দ্বিতীয় যুব ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের জয় ৮ উইকেটে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সফরকারীদের ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ৯৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। রাজশাহীতে প্রথম ম্যাচে খেলা হয়নি বৃষ্টির কারণে। পরে দ্বিতীয় ম্যাচ সরিয়ে আনা হয় মিরপুরে। পরের দুটি ম্যাচ হবে এখানেই।
জয়ের নায়ক পেসার সাদ। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই। বাঁহাতি স্পিনার রাফি ২৭ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় ৯৫ বলে ৩টি করে চার ও ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন অধিনায়ক আজিজুল। এর আগে একমাত্র তিন দিনের ম্যাচে জয়ের পথে জোড়া ফিফটি করেছিলেন তিনি।
৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রান করেন ওপেনার রিফাত।
টস জিতে ব্যাটিংয়ে নামা আরব আমিরাতের ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সাদ। নুরুলউল্লাহ আইয়ুবিকে ফেরানোর পর ষষ্ঠ ওভারে আরেক ওপেনার আরিয়ান সাক্সেনাকেও বিদায় করেন তিনি। পরের ওভারে মোহাম্মদ ফাইজারকে ফেরান আল ফাহাদ।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে আরব আমিরাত করতে পারে কেবল ৩২ রান।
এরপর ইয়ায়িন কিরান ও মাধাভ মনোজের সঙ্গে দুটি চল্লিশোর্ধ জুটি গড়েন মোহাম্মদ রায়ান খান। ইয়ায়িন ও মাধাভ করেন ২৬ রান করে। ৮৭ বলে ৩ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৪৯ রান করে রান আউটে কাটা পড়েন রায়ান।
১৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২০ বল বাকি থাকতে অল আউট হয়ে যায় তারা। শুরুর দুটির পর শেষ দুটি উইকেট নেন সাদ।
রান তাড়ায় শুরুতে জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন রিফাত ও আজিজুল। রিফাত ফিফটি করেন ৬৫ বলে, আজিজুলের লাগে ৭৭ বল।
জয় থেকে ২৬ রান দূরে থাকতে রিফাত বিদায় নিলেও, কালাম সিদ্দিকি এলিনকে নিয়ে বাকিটা সারেন আজিজুল।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৪ ওভারে ১৬৩ (আরিয়ান ৯, নুরউল্লাহ ০, ফাইজুর ৭, ইয়ায়িন ২৬, রায়ান ৪৯, মাধাভ ২৬, ধিমান ১২, সুরি ৮, রাচিত ২, আলিআসগার ৬, নাসির ৫*; ফাহাদ ৮-১-২০-১, সাদ ৭.৪-০-৩২-৪, আজিজুল ৯-২-২৯-০, সামিউন ৬-০-২৯-১, রিজান ৬-১-১৬-০, রাফি ১০-১-২৭-৩)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৪.১ ওভারে ১৬৪/২ (জাওয়াদ ২, রিফাত ৭১, আজিজুল ৭১*, কালাম ৬*; রাচিত ৩-৩-১৬-০, আরিয়ান ৬-১-১৫-১, সুরি ৬-১-২৭-০, নাসির ৭-০-৩৬-০, ইয়ায়িন ৫-০-৩২-০, আলিআসগার ৭.১-০-৩০-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যান অব দা ম্যাচ: সাদ ইসলাম রাজিন