র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ঠিক করা হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ছয় দল।
Published : 16 Oct 2023, 05:05 PM
একশ বছরের বেশি সময় পর অলিম্পিক গেমসে ফিরল ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্যান্য ইভেন্টের সঙ্গে থাকবে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটও।
মুম্বাইয়ে সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় পাঁচ বছর পরের গেমসে ক্রিকেটসহ পাঁচটি খেলা যোগ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। অন্য চারটি খেলা- সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ।
১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ ক্রিকেট খেলা হয়। শুরুতে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসের অংশগ্রহণে নক-আউট টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়। তবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস শেষ মুহূর্তে সরে দাঁড়ায়।
তাই ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের ‘ফাইনাল’ দিয়ে শেষ হয় ওই ইভেন্ট। উভয় দলে ১২ জন ক্রিকেটার নিয়ে হওয়া ম্যাচটি জিতে অলিম্পিকে ক্রিকেট থেকে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র স্বর্ণপদক পায় গ্রেট ব্রিটেন।
লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সব দলীয় ইভেন্ট হবে ছয় দল নিয়ে। ক্রিকেটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আইওসিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেটের ছয় দল ঠিক করার জন্য একটি সময় বেধে দেবে তারা।
এরই মধ্যে টি-টোয়েন্টি সংস্করণের খেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে অংশগ্রহণকারী দলের ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে আইওসি। এক্ষেত্রে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয়ভাবে একটি জায়গা পাওয়ার আভাস দিয়ে রেখেছেন আইওসির ক্রীড়া পরিচালক কিট ম্যাককনেল।