Published : 05 May 2025, 05:37 PM
ডোপিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন কাগিসো রাবাদা। এখন আবার সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার।
এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি চলাকালীন ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় রাবাদাকে। সেটা কমিয়ে করা হয় এক মাস এবং তা শেষ হয়েছে।
সাউথ আফ্রিকান ইন্সটিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) সোমবার বিবৃতিতে জানিয়েছে, কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর গত ২১ জানুয়ারি রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন এবং আইপিএলে খেলার জন্য ভারতে থাকাকালীন ১ এপ্রিল তাকে ফলাফল সম্পর্কে জানানো হয়।
৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা। তখন তার ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানিয়েছিল, ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে’ রাবাদা দেশে ফিরে গেছেন।
তবে আসল কারণ জানা যায় মূলত গত শনিবার। রাবাদা নিজেই জানান, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। এর দুই দিন পরই এলো তার মুক্তির খবর।
এসএআইডিএস এর বিবৃতি অনুযায়ী, দেশে ফেরার পর নিষিদ্ধ পদার্থের ব্যবহার রোধ করার জন্য শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাবাদা। গুজরাট টাইটান্সের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই মাঠে ফিরতে পারেন তিনি।
রাবাদা যে ড্রাগ নিয়েছিলেন সেটা ছিল ‘রিক্রিয়েশনাল’, পারফরম্যান্সে প্রভাব ফেলার মতো কোনো উপাদান তাতে ছিল না। ‘রিক্রিয়েশনাল’ ড্রাগ ব্যবহারের জন্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) শাস্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল রাবাদার এই নিষেধাজ্ঞা। গত বছরের নভেম্বরে কোকেইন নিয়ে একইরকম শাস্তি পেয়েছিলেন নিউ জিল্যান্ডের ক্রিকেটার ডগ ব্রেসওয়েল।
তবে একই ধরনের অপরাধে দীর্ঘ মেয়াদে শাস্তির ঘটনাও আছে, যা নির্ভর করে প্রতিটি ক্রিকেট বোর্ডের ওপর। ‘রিক্রিয়েশনাল’ ড্রাগ ব্যবহারের জন্য গত বছর জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতাকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং তিন মাসের জন্য তাদের বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। ওই ক্ষেত্রে ওয়াডার সুপারিশের চেয়ে বেশি সময়ের নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট।
২৯ বছর বয়সী রাবাদা গত শনিবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে এক বিবৃতিতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তার ওপর আর কোনো শাস্তি আরোপ করবে না বলেই ধারণা করা হচ্ছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, রাবাদার ওই দিনের বিবৃতিতে বোর্ড সন্তুষ্ট।
বিষয়টি এখানেই শেষ বলে ধারণা করা হচ্ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, ১৯.৯৭ গড়ে উইকেট নেন ৪৭টি।
রাবাদার এই ঘটনাকে যদিও কেউ কেউ ভালো চোখে দেখছেন না। সোমবার অস্ট্রেলিয়ার এসইএন রেডিওর সঙ্গে আলাপে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন যেমন, রাবাদার আইপিএল ছেড়ে দেশে ফিরে যাওয়ার সময় গুজরাট টাইটান্সের বিবৃতির সমালোচনা করেছেন। ফ্র্যাঞ্চাইজিটির মূল বিষয় গোপন করাটা পছন্দ হয়নি তার।
এবারের আইপিএলে গুজরাটের হয়ে দুটি ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছেন রাবাদা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে ভালোমতোই আছে শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি। প্রাথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আরও চারটি।