একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লিখিয়েছেন ভারতের তারকা ব্যাটার।
Published : 22 Dec 2024, 08:22 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত ফর্ম ওয়ানডেতেও বয়ে আনলেন স্মৃতি মান্ধানা। উপহার দিলেন চমৎকার ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ যদিও সঙ্গী হলো তার। তবে আরেকটি ইতিহাস ঠিকই গড়লেন ভারতের তারকা ব্যাটার।
মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে ৫৪, ৬২ ও ৭৭ রানের ইনিংস খেলেন মান্ধানা। ভাদোদরায় রোববার প্রথম ওয়ানডেতে ৯ রানের জন্য এই সংস্করণে টানা দ্বিতীয় সেঞ্চুরি পাননি তিনি। খেলেন ১৩ চারে ১০২ বলে ৯১ রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরে মান্ধানার মোট রান এখন ১ হাজার ৬০২। প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে এক হাজার ছয়শ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
চলতি বছরেই ১ হাজার ৫৯৩ রান করে তালিকায় দুইয়ে এখন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার আর কোনো ম্যাচ নেই।
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম পাঁচটি স্থানের তিনটিতেই আছেন মান্ধানা। ২০২২ সালে ১ হাজার ৩৪৬ রান করে তিনে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। ২০১৮ সালে ১ হাজার ২৯১ ও ২০২২ সালে ১ হাজার ২৯০ রান করে পরের দুটি স্থানে মান্ধানা।
এই বছরে আরও দুটি ওয়ানডে খেলবে ভারত। ২৮ বছর বয়সী মান্ধানার রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ তাই থাকছেই।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড কুমার সাঙ্গাকারার। ২০১৩ সালে ৫৭ ইনিংসে ২ হাজার ৮৬৮ রান করেন লঙ্কান গ্রেট।
মান্ধানা ওয়ানডেতে আগের ম্যাচে এই মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে খেলেন ১০৫ রানের ইনিংস। ওই ইনিংসে প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরির কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।
এবার রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে পারলেন না অল্পের জন্য। ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি করা মান্ধানা নব্বইয়ের ঘরে আটকা পড়লেন এই নিয়ে ছয়বার। মেয়েদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এলিস পেরির সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ।
এই ছয়বারের দুটিতে মান্ধানা অপরাজিত ছিলেন ৯০ ও ৯৪ রানে। বাকি চারটির দুটিতে আউট হয়েছেন ৯১ রানে, দুটিতে ৯০ রানে।