র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

সিরিজ শুরুর আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নিউ জিল্যান্ড চারে নেমে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2023, 03:55 PM
Updated : 24 Jan 2023, 03:55 PM

দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার বড় পুরস্কার পেল ভারত। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল রোহিত শর্মার দল। 

ইন্দোরে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে ৯০ রানের বড় জয় পায় ভারত। ৩৮৫ রানের পুঁজি গড়ে কিউইদের ২৯৫ রানে গুটিয়ে দেয় স্বাগতিক দল।

নিউ জিল্যান্ড এই সিরিজ শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে। সিরিজ শেষে তারা নেমে গেছে চার নম্বরে।

দ্বিতীয় ম্যাচের পরই ইংল্যান্ডের কাছে শীর্ষস্থান হারিয়েছিল নিউ জিল্যান্ড। তখন এই দুই দলের পাশাপাশি তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ছিল সমান ১১৩।

সিরিজ শেষে ১১৪ পয়েন্ট নিয়ে চূড়ায় ভারত। পরের তিনটি স্থানে ইংল্যান্ড (১১৩ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১১২ পয়েন্ট), নিউ জিল্যান্ড (১১১ পয়েন্ট)।

৯৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।