ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পর্যদুস্ত করার পথে বেশ কিছু রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
Published : 15 Jul 2023, 12:49 PM
দিনের নির্ধারিত সময় ও ওভার ততক্ষণে শেষ। তবে ম্যাচও তখন শেষের অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছে ৯ উইকেট। স্রেফ ১ উইকেটের জন্য তো ম্যাচ নতুন দিনে টেনে নেওয়ার মানে নেই। নিয়ম মেনেই তাই আম্পায়াররা বাড়িয়ে দিলেন সময়। খুব একটা অপেক্ষা করতে হলো না। আগেই ক্যারিবিয়ান ব্যাটিং বিধ্বস্ত করে দেওয়া রবিচন্দ্রন অশ্বিন শিকার করলেন শেষ উইকেটটিও। দলের জয়ের পাশাপাশি এই অফ স্পিনার নাম লেখালেন রেকর্ড বইয়ে। যেখানে তিনি ছাড়িয়ে গেলেন আরেক স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে।
ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার ওই কীর্তিই শুধু নয়, ডমিনিকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেওয়ার পথে আরও বেশ কিছু রেকর্ডে নিজেকে রাঙান অশ্বিন। ভারত ম্যাচটি তিন দিনেই জিতে নেয় ইনিংস ও ১৪১ রানে।
ওয়ার্নকে ছাড়িয়ে
এই নিয়ে ২৩ বার ম্যাচের শেষ উইকেটটি নিয়ে দলকে জেতালেন অশ্বিন। এখানেই তিনি ছাড়িয়ে গেলেন শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যাচ জেতানো উইকেট নিয়েছেন ২২ বার।
ক্যারিবিয়ায় দ্বিতীয়
সেই ১৯৩০ সাল থেকে টেস্ট ক্রিকেট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো স্পিনার সেখানে নিতে পারলেন এক ম্যাচে ১২ উইকেট।
ডমিনিকায় দুই ইনিংস মিলিয়ে অশ্বিনের শিকার ১৩১ রানে ১২ উইকেট।
এর আগে ১৯৭৪ সালে ত্রিনিদাদে অফ স্পিনেই ১৫৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের টনি গ্রেগ। ইংলিশ এই অলরাউন্ডার অবশ্য একসময় মিডিয়াম পেস বোলিংও করতেন।
কুম্বলের পাশে
এই নিয়ে ৮ বার এক ম্যাচে ১০ উইকেট নিতে পারলেন অশ্বিন। ভারতের হয়ে সর্বোচ্চ ১০ উইকেটের রেকর্ডে স্পর্শ করলেন অনিল কুম্বলেকে।
১৩২ টেস্টের ক্যারিয়ারে ৮ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন কুম্বলে। তাকে ছুঁতে অশ্বিনের লাগল ৩৯ টেস্ট কম।
বিশ্বরেকর্ডে কুম্বলে-অশ্বিনের ওপরে আছেন আর কেবল চারজন বোলার। ২২ বার ম্যাচে ১০ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে মুত্তিয়া মুরালিধরন। ১০ বার নিয়েছেন শেন ওয়ার্ন। স্যার রিচার্ড হ্যাডলি ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৯ বার করে।
কুম্বলের আরেকটু কাছে
ম্যাচে ১০ উইকেটের কীর্তিতে কুম্বলেকে ছুঁলেও ইনিংসে ৫ উইকেটের রেকর্ডে এখনও একটু পিছিয়ে অশ্বিন। তবে এই ম্যাচে তিনি এগোলেন আরেক ধাপ।
৩৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে শীর্ষে কুম্বলে। এবার অশ্বিনের হয়ে গেল ৩৪ বার।
জোড়া পাঁচ
এই নিয়ে ষষ্ঠবার একই টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট করে নিলেন অশ্বিন। স্পর্শ করলেন তিনি কিংবদন্তি ইংলিশ পেসার সিডনি বার্নসকে।
তাদের চেয়ে এই কীর্তি বেশিবার গড়তে পেরেছেন কেবল দুই জন। দুজনই শ্রীলঙ্কার। ম্যাচে জোড়া পাঁচ উইকেট ১১ দফায় নিয়েছেন মুরালিধরন, ৮ বার হেরাথ।
ভারতের সেরা
দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ক্যারিবিয়ায় কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং এটিই। ছাড়িয়ে গেছেন তিনি নিজেকেই। ২০১৬ সালে অ্যান্টিগায় নিয়েছিলেন ৮৩ রানে ৭ উইকেট।
ম্যাচে তার ১২ উইকেটও অনায়াসে ওয়েস্ট ইন্ডিজে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড। এবারের আগে ক্যারিবিয়ায় ভারতের হয়ে ১০ উইকেট শিকারের একমাত্র নজির গড়েছিলেন ইশান্ত শর্মা। ২০১১ সালে বারবাডোজে ১০ উইকেট নিয়েছিলেন তিনি ১০৮ রানে।
পাঁচশর কাছে
দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার পথে আরও অনেকটা এগিয়ে গেলেন অশ্বিন। ৯৩ টেস্টে এখন ৪৮৬ উইকেট তার।
৫০০ ছুঁতে অনিল কুম্বলের লেগেছিল ১০৫ টেস্ট। সব ঠিক থাকলে, অশ্বিন এই ঠিকানায় পৌঁছে যাবেন অনেক কম টেস্ট খেলেই।
কুম্বলে ক্যারিয়ার শেষ করেন ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে। তাকে ছাড়িয়ে ভারতের সফলতম বোলার হয়ে উঠতে হলে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে অশ্বিনকে।