দুর্দান্ত নৈপুণ্যে সুপার লিগের টিকেট পেল গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, এবং অবনমন নিশ্চিত হয়ে গেল টানা ১০ ম্যাচ হারা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।
Published : 13 Apr 2025, 07:37 PM
তরুণ ও নবীন ক্রিকেটারদের নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসে প্রথম আসরেই বিস্ময় জাগাল গুলশান ক্রিকেট ক্লাব। একইরকম সাফল্য পেল ক্লাব ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্টে ফেরা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর হতশ্রী পারফরম্যান্সে প্রথম বিভাগে নেমে গেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
প্রায় দেড় মাস ও ৬৬ ম্যাচের লড়াই শেষে চূড়ান্ত হলো ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ৬ দল ও রেলিগেশন লিগের ৩ দলের নাম। আর পরের আসরে খেলার নিশ্চয়তা পেল বাকি ৩ দল।
সুপার লিগের ছয় দল
প্রথম পর্বের ১১ ম্যাচে সমান ৯টি করে জয় পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। মুখোমুখি লড়াইয়ে প্রায় ৯ বছর পর আবাহনীকে হারানোর স্বাদ নিয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপার অভিযানে সুপার লিগ শুরু করবে মোহামেডান।
তাদের ঠিক পরেই আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হকের নেতৃত্বাধীন দলটি ১১ ম্যাচে পেয়েছে ৮ জয়।
তালিকার চার নম্বরে এবারের আসরের চমক গুলশান ক্রিকেট ক্লাব। প্রথম পর্বে ১৫ পয়েন্ট পেয়েছে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে আসা আসা দলটি। বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিমের নেতৃত্বে একঝাঁক উদীয়মান ক্রিকেটার নিয়ে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে দিয়েছিল তারা।
গুলশানের পরেই আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট পেয়েছে এবার প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে প্রিমিয়ার লিগে ফেরা দলটি। ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুবসহ ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে চমক দেখিয়েছিল।
সুপার লিগে জায়গা পাওয়া সবশেষ দল লেজেন্ডস অব রুপগঞ্জ। গত আসরে আবাহনীর হয়ে খেলা ও জাতীয় দলের আশপাশে থাকা একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে গড়া দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ১১ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠলেও, তাদের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে।
নিরাপদে যারা
নিরাপদে থেকে আসর শেষ করেছে পয়েন্ট টেবিলের পরের তিন দল। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের চেয়ে এক ম্যাচ কম জিতে আট নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব (সাবেক শেখ জামাল ধানমন্ডি লিমিটেড)। গত কয়েক আসরে সুপার লিগের নিয়মিত দুটি দল ছিল তারা। কিন্তু এবার প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়ে প্রথম পর্বেই থামল যাত্রা।
এছাড়া ধানমন্ডির সমান ৪ জয় নিয়ে ৯ নম্বরে থেকে লিগ শেষ করল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
অবনমন এড়ানোর লড়াইয়ে দুই দল
প্রথম পর্বের শেষ ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের জয়ে নিশ্চিত হয়ে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অবনমন। ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে শাইনপুকুর। রেলিগেশন লিগের দুই ম্যাচ জিতলেও প্রথম বিভাগে নেমে যাওয়া এড়াতে পারবে না দলটি।
পারটেক্সকে হারিয়ে যাত্রা শুরুর পর টানা ১০ ম্যাচ হেরেছে প্রিমিয়ার লিগের গত আসরে চতুর্থ হওয়া শাইনপুকুর।
রেলিগেশন লিগে লড়াইটা হবে ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্সের মধ্যে। আপাতত ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে পারটেক্স। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ১১ নম্বরে ব্রাদার্স। রেলিগেশন লিগে মুখোমুখি লড়াইয়েই নির্ধারিত হতে পারে দুই দলের ভাগ্য।