টেস্ট ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত রাখতে বিশ্রামে থাকবেন মূল পেসারদের সবাই।
Published : 28 Oct 2023, 02:01 PM
বিশ্বকাপের পরপর ভারতের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন ম্যাথু ওয়েড। গ্রীষ্মকালীন মৌসুমে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি নিতে বিশ্রামে থাকছেন সব শেষ সিরিজের অধিনায়ক মিচেল মার্শ। এছাড়া দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরা।
শনিবার পাঁচ ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের বিবেচনায় বিশ্রামে রাখা হয়েছে দলের নিয়মিত তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউডকেও।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেদের ঝরঝরে রাখতে বিশ্বকাপ শেষ করে দুই পেস অলরাউন্ডার মার্শ, ক্যামেরন গ্রিনও দেশে ফিরে যাবেন।
২০২০ সালে প্রথম টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন ওয়েড। পরের বছর বাংলাদেশ সফরে তার অধিনায়কত্বে পাঁচ ম্যাচের সিরিজ খেলে অস্ট্রেলিয়া। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন ফিঞ্চের চোটে আফগানিস্তান ম্যাচেও দায়িত্ব পালন করেন কিপার-ব্যাটসম্যান।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কিছু নতুন মুখ দেখার আশায় প্রাথমিকভাবে বিবেচনায় ওয়েডকে রাখেননি নির্বাচকরা। পরে বদলি হিসেবে তাকে উড়িয়ে নেওয়া হলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে হারানো ওই সিরিজের বেশিরভাগ ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন ভারত সফরের দলে। নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন স্পেন্সার জনসন, তানভির স্যাঙ্ঘা, ম্যাট শর্টরা।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।
পরে দেশে ফিরে ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জ্যাম্পা, তানভীর স্যাঙ্ঘা।