ইংলিশ ক্রিকেট
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চোখধাঁধানো অর্থের মায়া ছেড়ে দিলেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক।
Published : 10 Apr 2025, 07:18 PM
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশাল অঙ্কের অর্থের হাতছানিতে জাতীয় দলকে উপেক্ষা করতেও দ্বিধা করেন না অনেক ক্রিকেটার। সেখানে হ্যারি ব্রুক পুরোই ব্যতিক্রম। ইংল্যান্ডের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে আপাতত বিদেশি লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন জস বাটলার। তার জায়গায় গত সোমবার ব্রুককে নিয়োগ দেওয়া হয়। গত এক বছর ধরে এই দুই সংস্করণে সহ-অধিনায়ক ছিলেন তিনি।
অধিনায়কের গুরুদায়িত্ব পাওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রুক জানালেন, কাজের চাপ কমিয়ে জাতীয় দলের হয়ে সেরাটা দিতে ‘নিকট ভবিষ্যতে’ বিদেশি লিগে না খেলার সিদ্ধান্ত নেওয়ার কথা।
“ইংল্যান্ড আমার জন্য এগিয়ে যাওয়ার পথ আর এজন্যই কিছু সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে পাশে সরিয়ে রাখছি।”
“অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলাকে আমি বেশি উপভোগ করি। তাই কিছু ক্ষেত্রে (বিভিন্ন টুর্নামেন্টে না খেলায়) কিছু অর্থ হারাতে হলেও ইংল্যান্ডের জন্য সেটা আমি মেনে নেব।”
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলাম থেকে ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে হুট করে নিজেকে সরিয়ে নেন তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার হুমকিতে আছেন এই ব্যাটসম্যান।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কোনো বিদেশি ক্রিকেটার সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিলামে অংশ নিতে দেওয়া ও এই টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হবে না। গ্রহণযোগ্য কারণ বলতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, ‘চোট সমস্যা বা মেডিকেল সংক্রান্ত কোনো ইস্যু’, যেটি ওই ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ব্রুক অবশ্য এসব নিয়ে একদমই ভাবছেন না। আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কা নিয়ে বলেন, “এটাই নিয়ম, তাই আমাকে নিষিদ্ধ করা হলে সেটা যৌক্তিক।”
বছরের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ও শেষ দিকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজও আছে তাদের। আর নভেম্বরে নিউ জিল্যান্ডে সফর করার কথা দলটির।
অ্যাশেজের পরপর জানুয়ারিতে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলবে ইংলিশরা। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডের জার্সিতে সামনের প্রতিটি ম্যাচ খেলতে চান ব্রুক। তবে প্রয়োজনে কিছু সময় বিশ্রাম পেলেও আপত্তি নেই তার।
“আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই। তবে যদি আমার এক সপ্তাহের বিশ্রামের প্রয়োজন হয় এবং সেটা আমার পারফরম্যান্সের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ হয়, তাহলে আমি নিশ্চিত, আমাকে এক সপ্তাহের ছুটি দেওয়া হবে।”