প্রথমবারের মতো বিপিএলের এক আসরে ৭০০ ছক্কার মাইলফলক পূরণ হতে চলেছে।
Published : 06 Feb 2025, 12:16 PM
ক্রিকেট ম্যাচে তো কত রকমের বাজি হয় নিত্যই। একটি বাজি এখন হতেই পারে। এবারের বিপিএলের ৭০০তম ছক্কা মারবেন কে?
সেই মানুষটি হতে পারতেন আলিস আল ইসলাম। দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার যখন তিনি শেষ ডেলিভারি খেলার জন্য পায়ের চোট নিয়েই ফিরলেন মাঠে, ছক্কাই মারতে চেয়েছিলেন তিনি। যদিও তা পারেননি। তবে যেটুকু পেরেছেন, সেটিই যথেষ্ট ছিল দলের জন্য। শেষ বলে বাউন্ডারি মেরে দলকে ফাইনালে তুলেছেন তিনি।
৭০০তম ছক্কাটি শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসবে, সেই সম্ভাবনা সামান্যই। প্রথম সারির ব্যাটসম্যানদের কাছেই সেটি প্রত্যাশিত।
শেষ পর্যন্ত ব্যাটসম্যানটি যে-ই হোক, অতি অভাবনীয় কিছু না হলে এবারের বিপিএল অনন্য এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ফাইনাল ম্যাচ দিয়ে। প্রথমবার এক আসরে ৭০০ ছক্কা দেখার অপেক্ষায় বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এবারের বিপিএলে হয়ে গিয়েছিল বেশ আগেই। ফাইনালের আগে ছক্কার ছুটে চলা আপাতত থমকে আছে ৭০০ থেকে এক ধাপ দূরে। দ্বিতীয় কোয়ালিফায়ারের অষ্টাদশ ওভারে জেসন হোল্ডারের বলে আলিসের ছক্কাটি আসরের ৬৯৯তম ছক্কা।
আগের রেকর্ডটি ছিল ২০১৯-২০ বিপিএলে। ৪৬ ম্যাচে ৬২১টি ছক্কা হয়েছিল সেবার। এবার ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত ৪৫টি। ছক্কা বেশি হয়েছে ৭৮টি।
এছাড়া বিপিএলে আর কোনো আসরে ৬০০ ছক্কা হয়নি। গত বছরের টুর্নামেন্ট ছক্কা দেখেছিল ৫৯৮টি।
সবচেয়ে কম ২৫০ ছক্কা হয়েছিল ২০১৫ আসরে। সেবার অবশ্য ম্যাচও ছিল বেশ কম (৩৪টি)।
ব্যক্তিগত রেকর্ডেও ছক্কায় নতুন মাইলফলক দেখেছে এবারের বিপিএল। আসরের সর্বোচ্চ ৩৬ ছক্কা মেরেছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান। এক বিপিএলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য যা রেকর্ড।
পরে ৩০ ছক্কা ছুঁয়েছেন মোহাম্মদ নাঈম শেখও। এক আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যা দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার কীর্তি।
২০১৭ আসরে গড়া ক্রিস গেইলের ৪৭ ছক্কার রেকর্ড অবশ্য অটুট এখনও। তবে ক্যারিবিয়ান ব্যাটিং দানবের পরই এখন তানজিদ ও নাঈমের নাম।
এছাড়া এবার দুই ডজন করে ছক্কা মেরেছেন খুশদিল শাহ, ইয়াসির আলি চৌধুরি ও মাহিদুল ইসলাম। ২১টি মেরেছেন পারভেজ হোসেন ইমন, ফাইনালে যা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে চিটাগং কিংসের ব্যাটসম্যানের।