ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জে নামছে নিগার সুলতানার দল।
Published : 08 Apr 2025, 07:55 PM
প্রথম ম্যাচে আড়াইশর বেশি রান তাড়ায় জয়। পরেরটিতে আগে ব্যাট করে বড় পুঁজি গড়ে প্রতিপক্ষকে অল্পতে গুঁড়িয়ে অনাসায় জয়। বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি পর্বে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ।
আইসিসি উইমেন’স বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে মঙ্গলবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ১৬৭ রানে জয় পায় বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগার সুলতানা ও ফারজানা হকের ফিফটিতে ২৭৬ রানের পুঁজি নিয়ে স্থানীয় দলকে মাত্র ১০৯ রানে গুঁড়িয়ে দেয় তারা।
প্রথম প্রস্তুতি ম্যাচে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের লক্ষ্যে ৫ উইকেটে জিতেছিল নিগারের দল।
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের দুর্ভাবনার বড় কারণ ব্যাটিং। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যাটিংয়ে ভুগতে হয়েছে তাদের। বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার আগে অনুশীলন ক্যাম্পেও তাই ব্যাটিংয়ে ছিল বাড়তি মনোযোগ।
প্রস্তুতি পর্বের দুই ম্যাচেই আড়াইশ ছাড়িয়ে ব্যাটিংয়ে ইতিবাচক পরিবর্তনের ছাপ রেখেছে বাংলাদেশ।
মঙ্গলবারের ম্যাচে শুরুতে অবশ্য হতাশ করেন ইশমা তানজিম ও শারমিন আক্তার। চাপ সামলে তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়ে স্বেচ্ছায় উঠে যান ফারজানা। আগের ম্যাচে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন নিগার। শেষ দিকে ৮ চারে ৩৪ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রান।
পাকিস্তান 'এ' দলকে অল্প রানে আটকানোর পথে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন।
প্রস্তুতি পর্ব শেষে বুধবার শুরু বাছাইয়ের মূল আসর। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ থাইল্যান্ড।
ছয় দলের টুর্নামেন্টে সব দল পরস্পরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল পাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২৭৬ (ইশমা ১৯, ফারজানা ৫০, শারমিন ১০, নিগার ৭০, সোবহানা ১২, স্বর্ণা ০, রিতু ৩, দিলারা ২৯, ফহিমা ০, নাহিদা ১৩, সুমনা ৪৬*; ওয়াহিদা ৯.৪-১-৫৮-৩, মাহনুর ৮-০-৩৭-০, তানিয়া ১০-২-৩০-২, উম্মে হানি ১০-০-৫১-৩, ফাতিমা ৮-০-৬৮-০, জাইব ২-০-১৬-০, গুল ২-০-১০-০)
পাকিস্তান 'এ': ৩৯.১ ওভারে ১০৯ (আয়েশা ২, সাদাফ ২, দুয়া মাজিদ ৩২, সাইরা ৫, হাফসা ৩, গুল ৫, ফাতিমা ১৫, উম্মে হানি ২৬*, কোমাল ৫, ওয়াহিদা ৩, তানিয়া ৭; মারুফা ৫-২-৮-২, ফারিহা ৫-১-১২-১, রিতু ৪-০-১৯-০, রাবেয়া ৫-১-৭-২, ফাহিমা ৪.১-০-১১-২, সুমনা ৪-১-৯-১, নাহিদ ৭-১-২৫-০, সোবহানা ২-০-৮-০, সানজিদা ৩-০-১০-০)
ফল: বাংলাদেশ ১৬৭ রানে জয়ী