ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে আভিশেক নায়ারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর।
Published : 17 Apr 2025, 05:27 PM
গৌতাম গাম্ভিরের কোচিং স্টাফে আর ‘দেখা যাবে না’ আভিশেক নায়ারকে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৪১ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডারকে।
টেস্ট ক্রিকেটে সবশেষ দুটি সিরিজ খুব বাজে কাটে ভারতের। গত বছর দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশড হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে তারা।
জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পরপরই একটি বিস্তৃত পর্যালোচনা সভা করে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। মুম্বাইয়ে ওই সভায় প্রধান কোচ গাম্ভিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক আজিত আগারকার, অধিনায়ক রোহিত শার্মা ও বিসিসিআই সচিব দেভাজিত সাইকিয়া।
বোর্ডের ওই পর্যালোচনার পর চাকরি হারানো প্রথম বড় নাম হলেন আভিশেক। গত বছরের জুলাইয়ে গাম্ভির প্রধান কোচ হওয়ার পর তার সুপারিশেই নিয়োগ দেওয়া হয়েছিল ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডারকে। আট মাসের মাথায় শেষ হয়ে গেল সেই অধ্যায়।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় গাম্ভিরকে। তবে আভিশেকের চুক্তির মেয়াদ তখন জানানো হয়নি।
ভারতের দায়িত্ব নেওয়ার আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে কাজ করেন গাম্ভির ও আভিশেক। গত আসরে দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তারা।
গত জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে সিতানশু কোটাককে যখন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই, তখনই আভিশেকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আভিশেক ও কোটাক, দুজনই গাম্ভীরের সাপোর্ট স্টাফের অংশ হিসেবে সহকারী কোচ রায়ান টেন ডেসকাট ও ফিল্ডিং কোচ টি দিলিপের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিলেন। যেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।