ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে মরিয়া হয়ে আছে অস্ট্রেলিয়া দল, বললেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন।
Published : 18 Aug 2024, 09:02 PM
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ যেন ভুলতে বসেছে অস্ট্রেলিয়া। এক দশকে টানা চারটি সিরিজ হেরেছে তারা। ব্যর্থতার সেই বলয় ভেঙে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন বললেন, আসছে সিরিজ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে নিতে উন্মুখ হয়ে আছেন তারা।
অস্ট্রেলিয়ার সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ জয় ২০১৪-১৫ মৌসুমে। সেবার ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর ভারতের বিপক্ষে চারটি সিরিজ খেলে সবকটিতে হারে তাসমান সাগর পাড়ের দেশটি।
২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে একই ব্যবধানে তাদের পরাজয় ২০১৮-১৯ ও ২০২০-২১ মৌসুমে। দুই দলের সবশেষ সিরিজটি হয় ২০২২-২৩ মৌসুমে। এবার ভারতে গিয়ে ২-১ ব্যবধানে হেরে আসে অস্ট্রেলিয়া।
অবশ্য ফাইনালে ভারতকে হারিয়েই সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। কিন্তু টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ দিনের অপেক্ষা যেন শেষ হচ্ছে না কিছুতেই। এবার এর অবসান ঘটাতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া, রোববার বললেন লায়ন।
“এটি (ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়) দশ বছরের অসমাপ্ত কাজ, দীর্ঘ সময় পার হয়ে গেছে, এবং আমি জানি, এবার সেটি সম্পন্ন করতে আমরা অত্যন্ত ক্ষুধার্ত, বিশেষ করে ঘরের মাঠে। আমাকে ভুল বুঝবেন না, ভারত দুর্দান্ত একটি দল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এবার সিরিজের ভাগ্য ঘুরিয়ে দিতে এবং ট্রফিটি ফিরে পাওয়া নিশ্চিত করতে অত্যন্ত ক্ষুধার্ত আমি।”
“মনে হচ্ছে, আমরা কয়েক বছর আগের চেয়ে আলাদা দল। আমরা অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেট দল হয়ে ওঠার পথচলায় আছি। অবশ্যই সেই জায়গায় নেই, তবে সেই পথে আছি এবং কিছু ভালো ক্রিকেট খেলছি।”
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চার ম্যাচের সিরিজ খেলে আসছিল অস্ট্রেলিয়া ও ভারত। এবার প্রথমবারের মতো হতে যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়ায় দুই দলের লড়াই শুরু হবে আগামী নভেম্বরে।