নারী ক্রিকেট
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচের সবকটি জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
Published : 12 Jun 2024, 05:40 PM
জিতলেই নিশ্চিত শিরোপা পুনরুদ্ধার। এমনকি হেরে গেলেও ছিল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে কোনো যদি-কিন্তুর অবকাশ রাখল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরও একটি জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।
মেয়েদের লিগের শেষ রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারায় মোহামেডান। দিনের অন্য ম্যাচে, গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার্স-আপ হয় আবাহনী লিমিটেড।
টানা নবম জয়ে চ্যাম্পিয়ন মোহামেডান
বিকেএসপির ৩ নম্বর মাঠে লিগের শেষ ম্যাচে বড় পরাজয় এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত মোহামেডানের। আগে ব্যাট করে ২৪৯ রানের স্কোর গড়ে হারের শঙ্কা অনেকটাই দূর করে দেয় তারা।
পরে নাটকীয় ধসে রূপালী ব্যাংক ২০৩ রানে থেমে গেলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে মোহামেডান।
৯ ম্যাচে ৭ জয়ে এবার তৃতীয় হয়ে লিগ শেষ করল রূপালী ব্যাংক।
লিগে ৯ ইনিংসে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৪৬ রান করে মোহামেডানের শিরোপা জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন। সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৯ রানের ইনিংসও আসে তার ব্যাট থেকে।
৭ ইনিংসে ২ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩৭৭ রান করেন তরুণ ব্যাটার সোবহানা মোস্তারি। শেষ রাউন্ডেও তার ব্যাট থেকে আসে ৬৮ রানের ইনিংস।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। তৃতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন আয়েশা রহমান ও সোবহানা। ৮ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৭২ রান করেন আয়েশা। ৯১ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ২ ছক্কা মারেন সোবহানা।
পরে অভিজ্ঞ অলরাউন্ডার আয়েশা রহমানের ৪০ বলে ৪০ রানের সৌজন্যে আড়াইশ ছুঁইছুঁই পুঁজি পায় মোহামেডান।
রান তাড়ায় রূপালী ব্যাংকের শুরুটা মন্দ ছিল না। ৩ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৪ রান করেন ওপেনার ইশমা তানজিম। অভিজ্ঞ ফারজাহা হক পিংকি খেলেন ১০৯ বলে ৬৫ রানের ইনিংস।
ছয় নম্বরে নামা ফারজানা আক্তার লিসার ব্যাট থেকে আসে ৫১ বলে ৪৮ রানের ইনিংস। আর কেউ তেমন কিছু করতে না পারায় ১৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় গত আসরের রানার্স-আপরা।
পুরো আসরের মতো শেষ ম্যাচেও হতাশ করেন রূপালী ব্যাংক অধিনায়ক নিগার সুলতানা। ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০৫ রান।
মোহামেডানের হয়ে বল হাতে ৪৪ রানে ৫ উইকেট নেন দিশা কাসাত। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া লেগ স্পিনে ৩ উইকেট নেন রুমানা।
গুলশানকে হারিয়ে রানার্স আপ আবাহনী
বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে ১১৪ রানে থামিয়ে ২০.১ ওভারে ম্যাচ জিতে নেয় আবাহনী।
৯ ম্যাচে ৮ জয়ে রানার্সআপ হয় জাহানারা আলমের নেতৃত্বাধীন দল।
পুরো লিগেই দারুণ বোলিং করেন বেশ কিছু দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা জাহানারা। ৯ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তিনিই লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৯ উইকেট নিয়ে দুইয়ে একই দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
শেষ রাউন্ডে গুলশানের ছয় ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও কেউ ২৫ পেরোতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করেন ববিতা মিনা।
১৭ রানে ৪ উইকেট নেন নাহিদা। জাহানারা ধরেন ২ শিকার।
ছোট লক্ষ্যে ঝড়ো সূচনা করেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা দিলারা আক্তার। ৩ চার ও ২ ছক্কায় ১৬ বলে তিনি খেলেন ২৮ রানের ইনিংস। আরেক ওপেনার শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ৪৩ রান।
২১ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন স্বর্ণা আক্তার।