প্রথমবারের মতো জিম্বাবুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া টপ অর্ডার এই ব্যাটসম্যান।
Published : 09 Dec 2024, 08:15 PM
বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার। জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতখড়ি ইংল্যান্ডে হলেও, বাবার পথ বেছে নিলেন বেন কারান। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে এবার দেশটির জাতীয় দলে জায়গা করে নিলেন দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বেন কারানকে রেখেছে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো দেশটির জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী বাঁহাতি ওপেনার।
বেন কারানের জন্ম ইংল্যান্ডের নর্থ্যাম্পটনে। এই অঞ্চলের ক্লাব নর্থ্যাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক তার। ওই বছরই দলটির হয়ে প্রথম খেলেন টি-টোয়েন্টি। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটেও পা রাখেন তিনি।
বাবা জিম্বাবুয়ের ক্রিকেটার হওয়ায় দেশটিতে শৈশবে অনেক সময় কেটেছে বেন কারানের। ২০২২ সালের পর জিম্বাবুয়েতে খেলা শুরু করেন তিনি। তাদের চলমান লিস্ট ‘এ’ প্রতিযোগিতা প্রোফিফটির এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বেন কারান। চার ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৫৮ রান।
প্রথম শ্রেণির প্রতিযোগিতা লোগান কাপেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তার। দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৫১৯। চমৎকার এই পারফরম্যান্সে নির্বাচকদের নজরে আসেন তিনি।
কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে ১১ ওয়ানডে খেলেছেন। পরে দলটির সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন প্রয়াত এই পেস বোলিং অলরাউন্ডার। তার বড় ও ছোট ছেলে টম ও স্যাম কারান অবশ্য বেছে নিয়েছেন ইংল্যান্ডকে। দুইজনেই ইংলিশদের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ।
ইংল্যান্ডের জার্সিতে ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন স্যাম কারান। আর টম কারান খেলেছেন ২ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী বুধবার টি-টোয়েন্টি দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই। পরের দুই ম্যাচ শুক্র ও শনিবার। ওয়ানডে তিনটি মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর।