চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়ামের নাম বদলে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
Published : 23 Mar 2025, 10:49 PM
গত অক্টোবরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘরের মাঠে নিজেদের সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। আগামী মাসে আবার চট্টগ্রামে টেস্ট খেলবে তারা। তবে মাঠ একই হলেও নাজমুল হোসেন শান্তরা নামবেন ভিন্ন নামের স্টেডিয়ামে।
জহুর আহমেদ চৌধুরির নাম বদলে চট্টগ্রামের টেস্ট ভেন্যুর নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। একই দিন বদলে দেওয়া হয়েছে আরেকটি টেস্ট ভেন্যুর নাম।
নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামের নাম এখন থেকে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।
মুসলিম লিগের রাজনীতি করা জহুর আহমেদ চৌধুরি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০০১ সালে মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন চট্টগ্রামের এই রাজনীতিবিদ।
১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত মুসলিম লীগের নারায়ণগঞ্জ শাখার সভাপতি ছিলেম মোহাম্মদ ওসমান আলী। ১৯৪৪ সালে ব্রিটিশ সরকার তাকে খান সাহেব উপাধি দেয়। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় সহায়তা করেন তিনি। পরবর্তী জীবনে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, অসহযোগ আন্দোলনেও ভূমিকা রাখেন তিনি। ২০১১ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে এই খবর। এদিন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় মিলিয়ে মোট ২০টি ক্রীড়া স্থাপনার নাম বদলেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বিভাগীয় পর্যায়ে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।
গত বছরের জুলাই-অগাস্টে গণ আন্দোলন চলাকালে বাসার বারান্দায় খেলার সময় গুলিতে নিহত হয় নারায়ণগঞ্জের ৬ বছরের শিশু রিয়া গোপ। তার স্মরণেই বদলানো হয়েছে সবশেষ ২০১৫ সালে টেস্ট আয়োজন করা ফতুল্লা স্টেডিয়ামের নাম।
এর আগে গত মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম, ঢাকা রাখার ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি মাসের শুরুতে পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এছাড়াও রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দফায় বদলে দেওয়া হয়েছে অনেক ক্রীড়া স্থাপনার নাম।