শনিবারের বোর্ড সভায় নেতৃত্ব নিয়ে আলোচনা হয়নি, বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
Published : 21 Dec 2024, 09:11 PM
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের নেতৃত্বে থাকবেন কিনা সে বিষয়ে নতুন বছরে সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়া নিকট ভবিষ্যতে জাতীয় দলের কোনো খেলা না থাকায় অন্য দুই সংস্করণের অধিনায়ক নিয়েও পরে আলোচনা করবে বোর্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।
কুঁচকির চোটে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। এই সফর দিয়েই শেষ হয়েছে তার অধিনায়কত্বের মেয়াদ। গত ফেব্রুয়ারিতে চলতি বছরের জন্য তিন সংস্করণেই শান্তকে নেতৃত্বে এনেছিল বিসিবি।
শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পান লিটন কুমার দাস। টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে লিটন বলেন, বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে নেতৃত্ব নিতে রাজি আছেন তিনি।
তবে এই প্রসঙ্গে এখনও আলোচনা করেনি বোর্ড। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, পরে আলাপ করে সিদ্ধান্ত নেবেন তারা।
“(অধিনায়কত্ব নিয়ে) আসলে এই মুহূর্তে... মাত্র একটা সিরিজ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর খেলা নেই। ছেলেরা বিপিএল খেলবে। আমাদের হাতে সময় আছে। এই ব্যাপারে কোনো আলাপ হয়নি। সময়মতো আমরা আলাপ করে নেব।”
“শান্তর অধিনায়কত্বের মেয়াদ তো ডিসেম্বর পর্যন্ত? ডিসেম্বরের পরেই আমরা সিদ্ধান্ত নেব (অধিনায়কত্বের ব্যাপারে)।”