আইপিএল
অন্তত আরও একবার আইপিএলে দেখা যাবে ৪৩ বছর বয়সী ধোনিকে, মাত্র চার কোটি রুপিতে তাকে ধরে রাখতে পেরেছে চেন্নাই সুপার কিংস।
Published : 31 Oct 2024, 06:56 PM
আইপিএলের আগামী আসরে মাহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে সংশয় কেটে গেল। মেগা নিলামের আগে ভারতের সাবেক অধিনায়ককে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। গত আসরের দল থেকে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল পাঁচটা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে চেন্নাই।
৪৩ বছর বয়সী ধোনিকে ‘আনক্যাপড’ বা অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে মাত্র চার কোটি রুপিতে ধরে রাখতে পেরেছে চেন্নাই।
ধোনির পাশাপাশি চেন্নাই ধরে রেখেছে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভাম দুবে (১২ কোটি) ও রাভিন্দ্রা জাদেজাকে (১৮ কোটি)।
২০১৯ বিশ্বকাপে সবশেষ ভারতের হয়ে খেলা ধোনিকে ‘আনক্যাপড’ ক্যাটাগরিতে বিবেচনা করা হয় নিয়মের একটি ধারায়। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলার বা ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সবশেষ থাকার পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ক্রিকেটারকে ‘অ্যানক্যাপড’ হিসেবে ধরে নেওয়া হয়। নিয়মটি প্রযোজ্য শুধু ভারতীয় ক্রিকেটারদের জন্য।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে এই নিয়ম থাকলেও ২০২১ সালে তা বাতিল করা হয়। এবার তা ফিরিয়ে আনা হয়। মূলত ধোনিকে ধরে রাখার ভাবনা মাথায় রেখেই আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর সভায় এই নিয়মটি ফিরিয়ে আনার জোর দাবি তুলেছিল চেন্নাই।
২০১৯ বিশ্বকাপের পর অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ২০২০ সালের অগাস্টে জাতীয় দলকে বিদায় বলে দেন ধোনি। এরপর থেকে শুধু আইপিএলেই খেলছেন এই কিপার-ব্যাটসম্যান।
গত আসরের আগে তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক করা হয় রুতুরাজকে। ব্যাট হাতে অবশ্য দারুণ সফল ছিলেন ধোনি। শেষ সময়ের দাবি মেটান তিনি দারুণভাবে। ৫৩.৬৬ গড়ে ১৬১ রান করেন ২২০.৫৪ স্ট্রাইক রেটে।
আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি কয়েক দিন আগে।
গত আসরের আগে নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল চেন্নাই। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে সেবার ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ওই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।