ভারত-ইংল্যান্ড সিরিজ
রুটকে ফিরে পেয়ে রোমাঞ্চিত ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
Published : 05 Feb 2025, 09:24 PM
জো রুটের থমকে থাকা ওয়ানডে ক্যারিয়ার পুনরুজ্জীবিত হচ্ছে আবার। প্রায় ১৫ মাস পর এই সংস্করণে খেলছে নামছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছে তাকে।
নাগপুরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা।
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। জফ্রা আর্চার ও ব্রাইডন কার্সের সঙ্গে সুযোগ পেয়েছেন সাকিব আহমুদ। একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রাশিদ। প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারবেন লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল ও রুট।
৩৪ বছর বয়সী রুট সবশেষ ওয়ানডে খেলেছেন ভারতেই, ২০২৩ সালের ১১ নভেম্বর কলকাতায় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানকে ওয়ানডে দলে ফিরিয়েছে ইংল্যান্ড।
ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। দলের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। তারপর থেকে এই সংস্করণে রানের জন্য সংগ্রাম করছেন তিনি। বিশ্বকাপের পর থেকে ২৮ ওয়ানডেতে তার ব্যাটিং গড় কেবল ২৮.৯৫। ওই আসরের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১০০ রানের পর আর সেঞ্চুরির দেখা পাননি।
অধিনায়ক জস বাটলারের চোখে রুট সব সংস্করণে সেরাদের একজন। তাকে ফিরে পেয়ে রোমাঞ্চিত তিনি।
“সব ফরম্যাটে এই খেলার সেরাদের একজন সে। তার ক্যারিয়ারের এই পর্যায়ে তাকে পেয়ে আমি রোমাঞ্চিত। সে অধিনায়কত্ব না থাকার সময়ও টেস্ট ক্রিকেটে কী করেছে, দেখুন এবং মুখে সেই হাসি নিয়েই ফিরে এসেছে। আশা করি, এই পরিবেশেও সে একই কাজ করবে।”
বাটলার নিজেও এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলেননি। সবশেষ তিনি এই সংস্করণে খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।
নিজেদের সবশেষ তিনটি ওয়ানডে সিরিজে হেরেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম সাদা বলের কোচের দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম ওয়ানডে সিরিজ এটি। ভারতে টি-টোয়েন্টি সিরিজে তারা হেরেছে ৪-১ ব্যবধানে।