ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
Published : 15 Apr 2025, 10:52 PM
ক্রিকেটের অনেক ইতিহাসের স্বাক্ষী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে রোহিত শার্মার নামে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সম্মানিত করার এই উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
মঙ্গলবার এমসিএর বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক আজিত ওয়াদেকার ও এমসিএর সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামেও স্ট্যান্ড থাকবে ওয়াংখেড়েতে।
এই মাঠের দিভেচা প্যাভিলিয়নের লেভেল ৩ এখন থেকে ‘রোহিত শার্মা স্ট্যান্ড’ নামে পরিচিত হবে। আর গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩ ‘শারাদ পাওয়ার স্ট্যান্ড’ ও লেভেল ৪ এর নাম পরিবর্তন করে ‘আজিত ওয়াদেকার স্ট্যান্ড’ রাখা হবে।
রোহিতের নেতৃত্বে গত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারলেও, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করে তারা।
এছাড়া তার অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, দলটির ঘরের মাঠ ওয়াংখেড়ে।