Published : 06 May 2025, 08:09 PM
মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল তাসকিন আহমেদের। অ্যাঙ্কেলের চোটে আরও এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর ম্যাচ খেলার অবস্থায় ফিরতে পারেন অভিজ্ঞ পেসার।
এক বিবৃতিতে মঙ্গলবার তাসকিনের চোটের সবশেষ অবস্থা জানিয়েছে বিসিবি। বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার প্রয়োজন নেই ৩০ বছর বয়সী পেসারের।
চোটের অবস্থা বুঝতে গত মাসের শেষ দিকে লন্ডন গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ নেন তাসকিন। অ্যাঙ্কেল সার্জন, স্পোর্টস ফিজিশিয়ান ও স্পোর্টস ফিজিও থেরাপিস্টের সঙ্গে দেখা করেন তিনি।
সফরে তাসকিনের সঙ্গী ছিলেন দেবাশিষ। বিসিবির বিবৃতিতে তিনি জানিয়েছেন, তাসকিনের জন্য অস্ত্রোপচারবিহীন ‘কনজার্ভেটিভ’ পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
“বিশেষজ্ঞদের বিশ্বাস, এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসাই তাসকিনের জন্য সবচেয়ে ভালো হবে। পুনর্বাসন প্রক্রিয়ায় ধীরে ধীরে তার ফিটনেস আগের জায়গায় ফিরবে এবং অ্যাঙ্কেলের টেন্ডনের অবস্থার উন্নতি হবে। তার সেরে ওঠার ব্যাপারে আমরা আশাবাদী।”
মঙ্গলবার থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাসকিনের। জাতীয় দলের স্ট্রেংন্থ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে ফিজিও বায়েজীদুল ইসলামের সঙ্গে মিলে এই প্রক্রিয়ায় কাজ করবেন তিনি।
গত বছরের অক্টোবরে ভারত সফর থেকেই অ্যাঙ্কেলের চোট বয়ে বেড়াচ্ছেন তাসকিন। তবে সহনীয় মাত্রায় থাকায় এই চোট নিয়েই ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যান তিনি। ঘরের মাঠে বিপিএল ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেন অভিজ্ঞ পেসার।
দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে তিনটি ম্যাচ খেলেন তাসকিন। কিন্তু চোটের তীব্রতা বেড়ে যাওয়ায় শেষ দিকে খেলতে পারেননি তিনি। পরে জিম্বাবুয়ে সিরিজের দলেও ছিলেন না।
একই কারণে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের সাত টি-টোয়েন্টির দলে রাখা হয়নি তাসকিনকে।
দেবাশিষ জানিয়েছেন, জুন মাসের শুরুর দিকে ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেতে পারেন তাসকিন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শ্রীলঙ্কা সফর দিয়ে আবার জাতীয় দলে দেখা যাবে তাকে।