ক্যাচের রেকর্ডে মোহাম্মদ আজহারউদ্দিনকে স্পর্শ করেছেন ভিরাট কোহলি, তার সামনে এখন বিশ্বরেকর্ড গড়ে ১৪ হাজার রান ছোঁয়ার হাতছানি।
Published : 20 Feb 2025, 07:43 PM
ব্যাটিং রেকর্ড তো কতই করেছেন ভিরাট কোহলি। এত রেকর্ডের হিসবি রাখাও কঠিন। এবার ভিন্ন এক রেকর্ডে নিজেকে রাঙালেন ভারতের ব্যাটিং রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে দেশের সফলতম ফিল্ডারও এখন তিনি!
ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কীর্তিতে (কিপারদের বাইরে) মোহাম্মদ আজহারউদ্দিনের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। ফিল্ডিংয়ের রেকর্ড ছোঁয়ার ম্যাচে ব্যাটিংয়ের একটি বিশ্বরেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে। সেটির জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে ব্যাট হাতে তাকে করতে হবে ৩৭ রান।
ফিল্ডিংয়ের রেকর্ডটি ছুঁতে কোহলির প্রয়োজন ছিল দুটি ক্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শুরু করেন তিনি ১৫৪ ক্যাচ নিয়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারে ক্যাচ নিয়ে তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। পরে জাকের আলির ক্যাচ নিয়ে নাম লেখান আজহারের পাশে।
৩৩২ ইনিংস ফিল্ডিং করে ১৫৬ ক্যাচ নিয়ে শেষ হয়েছিল আজহারের ক্যারিয়ার। কোহলি তার সঙ্গী হলেন ২৯৫ ইনিংসেই।
সাচিন টেন্ডুলকারের ক্যারিয়ার থেমেছে ১৪০ ক্যাচ নিয়ে।
বিশ্বরেকর্ডে কোহলি ও আজহার এখন যৌথভাবে আছেন তিনে। আর চারটি ক্যাচ নিলে তিনি স্পর্শ করবেন রিকি পন্টিংকে। রেকর্ডটি গড়তে হলে অবশ্য এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। ২১৮ ক্যাচ নিয়ে সবার ওপরে মাহেলা জায়াওয়ার্দেনে।
ব্যাটিংয়ে কোহলি ম্যাচটি শুরু করেছেন ১৩ হাজার ৯৬৩ রান নিয়ে। ওয়ানডে ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেব ১৪ হাজার রানের মাইলফলকে পা রাখার অপেক্ষায় আছেন তিনি।
রেকর্ডটি এই ম্যাচে হোক আর সামনের যে কোনো দিন, দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড তারই হবে। এই ম্যাচের আগে ২৮৫ ইনিংস খেলেছেন তিনি।
টেন্ডুলকার ১৪ হাজারের সীমানা ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে, কুমারা সাঙ্গাকারা ৩৭৮ ইনিংসে।