ভারতীয় ক্রিকেট
ওয়ানডেতে পুরুষ ও নারী মিলিয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের কীর্তি গড়েছে ভারতের মেয়েরা।
Published : 15 Jan 2025, 04:47 PM
আগের ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশায় ডোবা স্মৃতি মান্ধানা এবার আর ভুল করলেন না। আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে গড়লেন নারী ওয়ানডেতে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন প্রাতিকা রাওয়াল। দুইজনের সৌজন্যে এমন উচ্চতায় উঠল দলীয় রান, যেখানে নারী-পুরুষ মিলিয়ে পা পড়েনি আর কোনো ভারতীয় দলের।
আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৪৩৫ রান করেছে ভারত। এই সংস্করণে প্রথমবার চারশ স্পর্শ করতে পারল দেশটির নারী দল। তিন দিন আগে গত রোববার আইরিশদের বিপক্ষেই আগের সর্বোচ্চ ৩৭০ রান করেছিল তারা।
ভারতের পুরুষ দলেরও ওয়ানডেতে চারশ রান রয়েছে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ৪১৮ রান করেছিল তারা। এবার তাদেরও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল মান্ধানা-প্রাতিকারা।
মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে ভারত। তাদের চেয়ে বেশি রান আছে কেবল একটি দলের; নিউ জিল্যান্ড। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯১, ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৫৫ ও ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪০ রান করে প্রথম তিনটি স্থান তাদের।
ভারতের রান পাহাড় গড়ার ভিতটা গড়ে দেন মান্ধানা ও প্রাতিকা। ৭ ছক্কা ও ১২ চারে ৮০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক মান্ধানা। এই ইনিংসের পথে ৭০ বলে তিন অঙ্কে পা রাখেন তিনি। নারী ওয়ানডেতে তার চেয়ে কম বলে সেঞ্চুরি নেই আর কোনো ভারতীয় ব্যাটারের। ভেঙে দেন তিনি গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারমানপ্রিত কৌরের ৮৭ বলের সেঞ্চুরির কীর্তি।
ওয়ানডেতে এনিয়ে দশম সেঞ্চুরি করলেন মান্ধানা। এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল দুইজনের, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (১৫টি) ও নিউ জিল্যান্ডের সুজি বেটস (১৩)। মান্ধানার সমান ১০টি শতক আছে ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের।
ভারতীয় ব্যাটারদের মধ্যে মান্ধানার ধারে কাছে নেই কেউ। ৭ সেঞ্চুরি নিয়ে দুইয়ে সাবেক অধিনায়ক মিতালি রাজ। হারমানপ্রিতের সেঞ্চুরি ৬টি।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৫৪ রান করেন প্রাতিকা। তার ১২৯ বলের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ২০ চারে। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রাতিকার ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দীপ্তি শার্মা ১৮৮ ও একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারমানপ্রিত অপরাজিত ১৭১ রান করেছিলেন।
মান্ধানা ও প্রাতিকার উদ্বোধনী জুটিতে আসে ২৩৩ রান। মেয়েদের ওয়ানডেতে যা ভারতের যেকোনো উইকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। তাদের সবচেয়ে বড় জুটি তিনটিই এসেছে ওপেনিংয়ে।
প্রাতিকা ও মান্ধানার ব্যাটিং ঝড়ের ম্যাচে মোট ৫৭টি বাউন্ডারি হাঁকিয়েছে ভারত। মেয়েদের ওয়ানডেতে এটাও তৃতীয় সর্বোচ্চ। আইরিশদের বিপক্ষেই ৭১ ও ৫৯টি বাউন্ডারি মেরে শীর্ষ দুইয়ে নিউ জিল্যান্ড।