জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
আফগান পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
Published : 20 Dec 2024, 05:51 PM
আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন ফাজালহাক ফারুকি। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আফগানিস্তানের এই পেসারকে।
হারারেতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। পরদিন ফারুকিকে জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা এটি। প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করে আফগানিস্তান। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার।
পরে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন ফারুকি। কিন্তু এই সিরিজে কোনো নেই ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থা।
নিজের ভুল স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন ফারুকি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে ২৮৬ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়েকে স্রেফ ৫৪ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ২৩২ রানের জয়ের রেকর্ড গড়ার দিন ১৫ রান দিয়ে ২ উইকেট নেন ফারুকি।